কম্পিউটার কিংবা স্মার্টফোনে আমরা প্রায় সবাই সফটওয়্যার ব্যবহার করে থাকি। অনলাইনে ফ্রি সফটওয়্যার ডাউনলোডের জন্য অনেক ওয়েবসাইট রয়েছে। তবে অনেকে টাকার কারণে পেইড সফটওয়্যার ব্যবহার করে না।
যারা বৈধভাবে ফ্রিতে পেইড সফটওয়্যার ব্যবহার করতে ইচ্ছুক, তাদেরকে সুবিধা দিতে অনলাইনে অসংখ্য ওয়েবসাইট রয়েছে। তাই আজকে আমরা অনলাইন থেকে খুঁজে, ফ্রিতে পেইড সফটওয়্যার ডাউনলোডের সেরা ৫টি ওয়েবসাইট নিয়ে হাজির হলাম।
Tickcoupon পেইড সফটওয়্যার ডাউনলোডের জন্য দারুণ ওয়েবসাইট। সফটওয়্যার ফ্রি দেয়ার পাশাপাশি এরা ডিসকাউন্ট এবং কুপন কোড প্রদান করে।
এই ওয়েবসাইটি বেশ সাজানো গোছানো। আপনি আপনার পছন্দ মতো সফটওয়্যার খুব সহজে খুঁজে বের করতে পারবেন। এদের সবগুলো সফটওয়্যার সিকিউরিটি, ইউটিলিটি, অডিও/ভিডিও/ফটো ইত্যাদি নামে ক্যাটাগরি করে রাখা হয়েছে। উইন্ডোজ এবং মোবাইল ছাড়াও এদের ম্যাকের জন্য আলাদা বিভাগ রয়েছে। ওয়েবসাইট লিংক
Giveaway-Club ও জনপ্রিয় একটি ওয়েবসাইট। তবে এরা পেইড সফটওয়্যার শুধুমাত্র এক বা দুই দিনের জন্য কিংবা সীমিত সময়ের জন্য ফ্রিতে দিয়ে থাকে। তাই আপনি যদি নিয়মিত এই ওয়েবসাইটে ভিজিট করেন, তাহলে কোন সফটওয়্যার মিস করবেন না।
সমস্ত সফটওয়্যারগুলোতে ৩টি বিভাগে বিভক্ত করা হয়েছে যথা: উইন্ডোজ, গেম এবং ম্যাক। ফলে আপনার প্রয়োজনের উপর নির্ভর করে পছন্দের সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইট লিংক
GiveAwayOfTheDay এরা প্রায় ৫ বছর ধরে ব্যবহারকারীদের ফ্রি সফটওয়্যার প্রদান করছে। তারা প্রতিদিন এক বা দুটি করে ফ্রি সফটওয়্যার প্রদান করে থাকে।
সফটওয়্যারগুলো ওয়েবসাইটে সাধারণত ২৪ ঘন্টা ডাউনলোডের জন্য বিদ্যমান থাকে। আপনি যদি এদের কোন সফটওয়্যার মিস করতে না চান, তাহলে তাদের নিউজলেটার সুবিধাটি গ্রহণ করতে পারেন। এর মাধ্যমে আপনি ইমেইলে প্রতিটি আপডেট পেয়ে যাবেন। এরা পিসির পাশাপাশি অ্যান্ড্রয়েড এবং আইও এস অ্যাপও প্রদান করে থাকে। ওয়েবসাইট লিংক
ফ্রি ও পেইড সফট্ওয়্যারের জন্যে এটা একটি অসাধারণ ওয়েবসাইট। এরা ফ্রি এবং ডিসকাউন্টের সফটওয়্যার সরবারহ করে থাকে। এই সাইটে প্রতিদিন একটি করে সফটওয়ার ফ্রি দিয়ে থাকে এবং এই ফ্রি সফটওয়্যারগুলো আপনি পরেও ডাউনলোড করে নিতে পারবেন ওয়েবসাইট থেকে।
এখানে উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়োড, আইও এস প্লাটফর্মের জন্য নানা রকম সফটওয়্যার রয়েছে। ওয়েবসাইট লিংক
এই সাইটিও ফ্রি ডাউনলোডের জন্য অসাধারণ ওয়েবসাইট। এটি উইন্ডোজ এবং ম্যাকের জন্য সফটওয়্যার সরবরাহ করে। এছাড়া এরা পেইড সফটওয়্যার ফ্রিতে ব্যবহারের জন্য এক বছরের লাইসেন্সও সরবরাহ করে। ওয়েবসাইট লিংক
আমি ডিজিটাল মার্কেটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Web Customizer and Digital Marketer.
দাদা আপনার জানায় ভুল আছে । এরা কেওই ফ্রিতে কুপন কিংবা পেইড সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড দেয়না । এরা খুব বড় বড় স্প্যামিং সফটওয়্যার শ্যেয়ারিং ওয়েবসাইট। এদের থেকে দূরের থাকুন !!!!!!! ১০০০০০০০হাজার হাত দূরে। নাহলে কবে দেখবেন কম্পিউটার র্যান্সম ওয়ার এর এট্যাকে খেয়ে গেছেন বুঝতেও পারবেন না। আপনি নিজেও এগুলা ওয়েবসাইট থেকে ফ্রিতে কুপন নিয়ে কখনোই সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন না। নিজেই ট্রাই করে দেখুন