টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করব দারুণ কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে যা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার শিশুর স্মার্ট ফোন ব্যবহার।
আপনাদের যাদের বাচ্চাদের হাতে এখনি ফোন তুলে দিয়েছেন তাদের জন্য আজকের এই টিউন। আজকে আমি আপনাদের এমন ৫ টি ফ্রি এন্ড্রয়েডআ অ্যাপ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যার মধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার শিশু অনলাইনে কি করছে। এমনকি তার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও করতে পারবেন এই অ্যাপ গুলো দিয়ে।
চলুন জেনে নেয়া যাক এই ৫ টি অ্যাপ ব্যবহারের সুবিধা
আজকের দারুণ এই ৫ টি অ্যাপ আপনাকে অনেক বেশি স্মার্ট করে তুলবে। চলুন জেনে আসি অ্যাপ গুলো সম্পর্কে।
প্যারেন্টাল কন্ট্রোল করার দারুণ অ্যাপ Kids Place। এই এপের মাধ্যমে আপনি স্ক্রিনে কোন কোন অ্যাপ দেখাবে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন, নতুন অ্যাপ ইন্সটল দেয়া থেকে বিরত করতে পারবেন, ফোন ইউজ করার নিদিষ্ট টাইম সেট করে দিতে পারবেন।
এই Kids Plac অ্যাপ এ আরও পাচ্ছেন কল ব্লক এবং সিগনাল ব্লক সার্ভিস।
প্যারেন্টাল কন্ট্রোল করার আরেকটি চমৎকার অ্যাপ হচ্ছে KuuKla। এর মাধ্যমে আপনি নিদিষ্ট অ্যাপ ওপেন করা এবং অন্য অ্যাপ থেকে বিরত করতে পারবেন। এই KuuKla অ্যাপ এর মাধ্যমেও আপনি ফোন ব্যবহারে শিডিউল করে দিতে পারবেন।
KuuKla অ্যাপ টি ডাউনলোড করে ইন্সটল করে আপনার ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং পিন কোড সেট করে নিন।
আপনার শিশু অনলাইন এডাল্ট কনটেন্ট দেখছে না তো? ব্যবহার করুন SecureTeen আর কন্ট্রোল করুন এডাল্ট কনটেন্ট। এটি আপনার ব্রাউজারে ফিল্টার করে এডাল্ট কনটেন্ট ব্লক করে দেবে।
এই SecureTeen অ্যাপ এর মাধ্যমে দেখতে পারবেন, কোন কোন সাইট ভিজিট করছে, কি কি ডাউনলোড করছে ইত্যাদি।
দারুণ এই SecureTeen অ্যাপ এর মাধ্যমে নিদিষ্ট এপ ব্যবহার থেকেও আপনার শিশুকে বিরত করতে পারবেন।
Screen Time নামের সাথে কাজেরও মিল আছে এই অ্যাপ এর। এর মাধ্যমে আপনি নিদিষ্ট করে দিতে পারবেন কত ঘণ্টা আপনার শিশু ফোন ব্যবহার করবে।
যেমন ঘুমানোর সময় ব্লক করে দিতে পারবেন গেম খেলা এবং দিনের নিদিষ্ট টাইমে রুটিন করে ফোন ব্যবহারেরও পারমিশন দিতে পারবেন।
এটি আমাদের আজকের শেষ প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ৷ Kids Zone এর মাধ্যমেও আপনি শিশুর ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানেও টাইম লিমিট করে দিতে পারবেন।
এই Kids Zone অ্যাপ এর দারুণ কিছু ফিচার হচ্ছে, এর মাধ্যমে আপনি কল ব্লক, মেসেজ ব্লক, অ্যাপ ইন্সটল ব্লক ফিচার পাবেন।
প্লে-স্টোরে এমন অনেক অ্যাপ থাকলেও আজকের এই অ্যাপ গুলো বেছে বেছে এখানে দিয়েছি। প্রতিটি অ্যাপ ভিন্ন ভিন্ন ফিচার দ্বারা তৈরি। চাইলে আপনিও আপনার নির্ধারিত কাজের জন্য ব্যবহার করুন উপরের ৫ টি থেকে যেকোনো একটি অ্যাপ।
কেমন হল আজকের টিউন তা জানিয়ে টিউমেন্ট করুন। সাথে সাথে আমাদের জানান কোন অ্যাপ টি আপনার বেশি ভাল লেগেছে।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।