প্রিমিয়াম ছবিওফ্রি এসএমএস জন্য সেরা দুটি মোড অ্যাপস

আজ দুইটি অ্যাপস এর রিভিউ দিবো। যার একটি দিয়ে আপনারা যেকোনো ফ্রী/প্রিমিয়াম ছবি/রিংটোন ডাউনলোড করতে পারবেন এবং এর সাথে সাথে অ্যাপস টা দিয়ে ডিফল্ট ওয়ালপাপের/রিংটোন চেঞ্জ করতে পারবেন। ২য় অ্যাপস টি দিয়ে আপনারা ফ্রী এসএমএস সেন্ড করতে পারবেন।

প্রথম অ্যাপস টির কিছু বর্ণনা —

প্রথম অ্যাপস টা আসলেই অসাধারণ!
প্লে স্টোরে এ এটা 100+ মিলিয়ন ডাউনলোড হয়েছে।
কিন্তু আমি আজ এটার প্লে স্টোরে লিঙ্ক দিবো না, , আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এটার মোড ভার্সন। যা দিয়ে আপনারা প্রিমিয়াম ওয়ালপেপার/রিংটোন ডাউনলোড করতে পারবেন। এবং এর জন্য আপনাদের কে কোনো টাকা দিতে হবে না।
অ্যাপস টার কিছু ফিচার —

নিজের ইচ্ছা মত স্টিকার বানাতে পারবেন। আপনি চাইলে আপনার ছবি দিয়েও একটা স্টিকার বানাতে পারবেন। ফানি স্টিকার/লাভ স্টিকার যেকোনো কিছু বানাতে পারবেন। আসলেই একটা হেল্পফুল অ্যাপস এটা। তার উপর আমি আপনাদেরকে মোড ভার্সন দিচ্ছি। সোনায় সোহাগা।

আপনার মন মত ওয়ালোপেপার খুঁজে পাবেন। এখানে আছে ক্যাটাগরি। যা দিয়ে কোনো কিছু সহজেই খুঁজে বের করতে পারবেন। আপনি পাবজি গেম এর ওয়ালপাপার ডাউনলোড করতে চান! সার্চ দিলেই হাজার হাজার ফটো পাবেন। পাবজী এর রিংটোন ডাউনলোড করতে চান?সেটাও পাবেন।

এগুলোর পাশাপাশি আরো আছে লাইভ ওয়াল্পাপার এর সুবিধা।
লাইভ ওয়ালপেপার ডাউনলোড করতে এবং সেট করতে পারবেন উক্ত অ্যাপস দিয়ে।
এই অ্যাপস টির আরো অনেক ফিচার এসে যেগুলা ডাউনলোড করলেই দেখতে পারবেন।

আমি যে অ্যাপস টি দিচ্ছি!সেটা ডাউনলোড করলে আপনারা কোনো প্রকার এড ছাড়া অ্যাপস টি চালাতে পারবেন। মানে এটাকে এড ফ্রী ভার্সন বলে।

অ্যাপস টি নিচের লিংক থেকে ডাউনলোড করুন–

Download

দ্বিতীয় অ্যাপস টির কিছু বর্ণনা —

আপনারা অনেকে চান যে আমরা কাউকে এসএমএস করবো কিন্তু আমাদের ফোনের কোনো টাকা খরচ হবে না।

এর জন্য আমি আজ একটি অ্যাপস দিচ্ছি যেটা দিয়ে আপনারা এসএমএস ফ্রী তে করতে পারবেন।
অ্যাপস টি আপনারা প্লে স্টোরে পাবেন।

নাম-BD Go SMS
অ্যাপস টি দিয়ে আপনারা এড দেখে পয়েন্ট ইনকাম করতে পারবেন, , এবং সেই পইন্ট দিয়ে এসএমএস পাঠাতে পারবেন।

প্রতিদিন অ্যাপস এ লগিন করলে পাবেন 75+ কয়েন।

আরো আছে চাকা ঘুরিয়ে পোয়েন্ট ইনকাম এর সুবিধা।

প্রিমিয়াম ছবিওফ্রি এসএমএস তো ভাই, আজ এই পর্যন্ত। টিউন টি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই টিউন এ একটা লাইক দিবেন। আপনার মতামত জানানোর জন্য টিউমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে।

ভাল লাগলে আমাদের সাইটে ঘুরে আসবেন আমাদের সাইট -Projukti71.Com

Level 4

আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস