আশাকরি সবাই ভালো আছেন, ভালো থাকেন তাই কাম্য। অনেক দিন না বলে, বলতে পারেন অনেক বছর পর লিখছি, ভার্সিটি এবং নানা কাজে সময় করতে পারছিলাম না। এখন আমি না পুরো বিশ্বের সবাই বাসায়, তাই ভাবলাম সময় যখন আছে একটু কাজে লাগাই। প্রায় ৫ বা ৬ মাস হবে আমি flutter নিয়ে কাজ করছি, ওহ flutter শব্দটি অনেকের কাছে নতুন হতে পারে, তাই আগে এর সম্পর্কে কিছু বলা দরকার। flutter হচ্ছে "Google’s UI toolkit for building beautiful, natively compiled applications for mobile, web, and desktop from a single codebase." ওকে এবার বাংলায় বলি, flutter কে আপনি ফ্রেমওয়ার্ক বলতে পারেন, যেমনঃ (laravel, react, vue, angular, ionic) কিছুটা এদের মতই কিন্তু এই ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি Android, iOS, desktop অ্যাপস এবং কি ওয়েবসাইট ও বানাতে পারবেন তাওমাত্র একবার কোড করেই। এবং অনেক কম সময়ে অনেক জনপ্রিয়তা পেয়েছে flutter। আমি flutter মোবাইল অ্যাপস বানানোর জন্য ব্যবহার করছি, এবং ওয়েবসাইট তৈরিতে flutter এখনো অতটা স্টেবল না, গুগলের টিম কাজকরছে কিছু দিনের মধ্যে ঐটাও স্টেবল হয়ে যাবে আশা করি। আরো জানতে চাইলে flutter office website
মোবাইল অ্যাপস তৈরিতে flutter এখন অনেক জনপ্রিয় কারণ আগে android এবং iOS অ্যাপস এর জন্য আলাদা কোড করতে হতো, যার জন্য অনেক সময় এবং টাকা উভয় লাগতো। flutter দিয়ে একবার করলেই আপনি অ্যাপসটি android ফোন এবং iphone এ ব্যবহার করতে পারবেন। আপনি গুগল করলেই বা ইউটিউবে সার্চ দিলেই এমন অনেক ভিডিও বা টিউন পাবেন, যার মাধ্যমে আপনি flutter এর বেসিক সম্পর্কে অনেক ভালো ভাবে জানতে পারবেন। কিন্তু অনেক কম এমন টিউন পাবেন যেখানে আপনার অ্যাপস এর লুক কে প্রাধান্য দেওয়া হয়, আমি বলছি না অ্যাপস গুলো দেখতে ভালো না, ওই ভিডিও গুলো বানানো হয় যাতে ভিতরের জিনিস গুলো কিভাবে কাজ করে বুঝতে পারেন।
তাই আমি ভাবলাম কেন না এমন কিছু অ্যাপস বানাই যাতে কেও একবার দেখার পর আবার দেখতে চাইবে, আমি অ্যাপস এর লুক নিয়েই কথা বলছি। আর এমন লুক আপনি flutter দিয়ে খুব সহজেই করতে পারবেন।
এটা মেইনলি ইউটুবে আমার প্রথম ভিডিও, যারা flutter সম্পর্কে কিছুই জানেন না তাদের বুঝতে একটু কষ্ট হতে পারে। (it almost like css but in deffrent way) আর যারা flutter সম্পর্কে হালকা ও জানেন তাদের সমস্যা হবে না বা আগে মোবাইল অ্যাপস নিয়ে কাজ করেছেন। আমি মেইনলি দেখাতে চেয়েছি flutter দিয়ে কত সহজে আপনি চমৎকার অ্যাপস করতে পারেন যা উভয় এন্ড্রোইড এবং iOS ফোনে আপনি রান/ব্যবহার করতে পারবেন।
আপনি চাইলে source code ও দেখতে পারেন: Link (For advance developer)
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আমি চেষ্টা করবো প্রতি সপ্তা এমন একটি ভিডিও টিউন দিতে। আপনি যদি কিছু জানতে চান বা কোনো সমস্যা হয় flutter নিয়ে, তাহলে আপনি টিউমেন্ট করতে পারেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো সাহায্য করার।
Stay Home, Stay Safe 👍🏽
কোনো ভুল হয়ে থাকলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন, ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য।
আমি আনোয়ার আবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub valo likhchen vaia..!