২০২০ সালের সেরা ১০ টি Youtube Video Editor Apps Review সাথে Download Link

ভিডিও বানানো যেমন অনেকের কাছে শখ তেমনি কারো কাছে এটা পেশা। তবে Android মোবাইল থেকে যদি Video  Edit করার কথা ভেবে থাকেন তবে দেখে নিন সেরা গুলো।

আপনি কি একজন ইউটিউবার তবে অবশ্যই জেনে থাকবেন Video Edit করাটা কতোটা জরুরী। কম্পিউটার থেকে Video Edit করাটা অনেক সোজা। কারন উইন্ডোজ প্লাটফর্মের জন্য রয়েছে অসংখ্য সফটওয়্যার। তবে Android থেকে Video Edit করাটা অনেক জটিল হয়ে যায়। তবে এই নয় যে Android এর Platform এর জন্য ভালো কোন App নেই, তবে Android থেকে PC তে Video Edit করাটা অনেক সুবিধাজনক।

আর আপনি একজন Youtuber হয়ে থাকেন আর যদি সেরা কিছু খুঁজে পেতে যান Video Edit করার জন্য তবে আর্টিকেল টি সম্পূর্ণ পড়ুন। আমি এমন কিছু Apps নিয়ে আলোচনা করবো যা আপনি Play Store থেকে ডাউনলোড করতে পারবেন এবং সাথে ফ্রিতে ব্যবহার তাহলে চলুন শুরু করা যাক।

10 Best YouTube Video Editor Apps For Android

তাহলে আমি ভালো কিছু Apps এর তালিকা প্রকাশ করছি যা বর্তমানে Million এর থেকেও বেশী মানুষ তার Video Edit করার জন্য ব্যবহার করছে।

1. FilmoraGo

Filmora আমার তালিকায় থাকা সেরা একটি Apps যা আপনি আপনার Android Device থেকে ব্যবহার করতে পারবেন। App টি দিয়ে আপনি trim, cut, add filter, music ভিডিও তে যুক্ত করার মত ফিচার উপভোগ করতে পারবেন। শুধু এটাই নয়, আপনি Youtube এর জন্য 16:9 সাইজের ভিডিও তৈরী করতে পারবেন আর সাথে Slow Motion Effect.

2. Adobe Premiere Clip

ওকে আপনি যদি Advanced Video Editor খুঁজে থাকেন youtube Video আপনার Android মোবাইল থেকে Edit করার জন্য তবে Adobe Premiere Clip সকল সমস্যার সমাধান হতে পারে।

সবথেকে মজার ফিচার হলো Adobe Premiere Clip অটোমেটিক ভিডিও তৈরীর ক্ষমতা রাখে। যার মানে দাঁড়ায় Apps টি আপনার বাছাই করা ছবি কিংবা Clip থেকে Video বানাতে সক্ষম। এছাড়াও আপনি অন্যান্য Video Editor এর মত Trimming, transitions, filters, cutting, merging, etc ফিচার ব্যবহার করতে পারবেন Adobe Premiere Clip দিয়ে।

3. PowerDirector Video Editor App

PowerDirector Video Editor তাদের জন্য যারা সম্পূর্ণ পিসির মত টাইমলাইন ইন্টারফেস সহ Advanced কিছু ফিচার ব্যবহার করতে ইচ্ছুক। PowerDirector Video Editor এর মূল ফিচারটাই হলো Timeline interface যার জন্য অনেকেই Editor টি পছন্দ করে আসছেন। তবে সব থেকে বড় কথা হলো আপনি যদি প্রফেশনালভাবে Video Edit করতে আগ্রহী হয়ে থাকেন তবে PowerDirector Video Editor হতে পারে আপনার পছন্দের App.

4. KineMaster

যদি আপনি Android Mobile থেকে সম্পূর্ণ User Interface এর মাধ্যমে প্রফেশনালদের মত Video Edit করার জন্য অনেক বেশী ফিচার পেতে আগ্রহী হয়ে থাকেন তবে বলতেই হচ্ছে Kinemaster এর বিকল্প নেই। Youtube Video Edit করার জন্য multiple layer support, blending modes, chroma-key, speed control, transitions, special effects, etc. ফিচার গুলো নিয়ে কাজ করতে পারবেন।

5. Magisto

আপনি যদি আপনার প্রতিদিনে Capture করা ছবি গুলো দিয়ে খুব কম সময়ের মধ্যে একটি Video বানাতে চান তবে আপনার জন্য দরকার Magisto. আর এই Magisto একটি ফ্রি App যা PlayStore থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন সাথে cut, merge, trim video clips নিয়ে কাজ করার ফিচার গুলো পেয়ে যাবেন। আকর্ষনীয় করে তোলার জন্য আপনি Magisto তে থাকা Music গুলো আপনার Youtube Video Edit করার সময় কাজে লাগাতে পারবেন- এটা সম্পূর্ন স্পেশাল অফার।

6. VideoShow

যদি আপনি আক্ষরিক অর্থে সহজ ফিচার যুক্ত Youtube Video Editor App খুঁজে থাকেন তবে VideoShow হতে পারে আপনার জন্য দরকারী App. Videoshow এর User friendly ফিচার ছাড়াও Video তে  text, filters, emojis, music যুক্ত করতে পারবেন। তাহলে বলা যেতে পারে VideoShow সেরাদের তালিকায় থাকার মত যথেষ্ট ভালো এবং কার্যকরী একটি App.

7. Movie Maker for YouTube & Instagram

Movie Maker for YouTube & Instagram একটি সেরা App হতে পারে আপনার Youtube Video Edit করার জন্য। Movie Maker for YouTube & Instagram দিয়ে আপনি Youtube Video তে trim, crop, merge সহজেই ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয় App টি আপনার Video তে যোগ করে দিবে ভিন্ন এক মাত্রা, তাছাড়া আপনাকে দিচ্ছে চওড়া Video বানানোর সুবিধা। তবে আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখছি যে যদিও এটা ভালো মানের কিন্তু এখনো bugs and glitches এর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে এর নির্মাতারা।

8. VivaVideo

যদি আপনি সহজেই আপনার Youtube Video তে edit, cut, trim and merge ফিচার ব্যবহার করতে চান তবে দেখে নিতে পারেন Viva Video. এই App টি অনেক বড় বড় Tech Youtuber রা ব্যবহার করে থাকে তাদের videos, gameplay videos, etc তৈরীর কাজে। তবে মজার ব্যপার হচ্ছে  আপনি এই App টিতে ২০০+ Video Filter পেয়ে যাবেন। শুধু এখানেই শেষ নয় আপনি বানাতে পারবেন Fast এবং Slow Motion Video.

 9. Vlogit

Vlogit একটি ভালো মানের এবং নতুন প্রকাশিত Apps তবে সার্চ করলেই পেয়ে যাবেন Play Store থেকে ডাউনলোড করার জন্য। সবথেকে ভালো লাগার কারন হলো Vlogit সম্পূর্ণ Free  তে ব্যবহার করা যাবে সবকিছু আর সাথে কোন প্রকার WaterMark এর ঝামেলা নেই। এই App টিতে পেয়ে যাবেন কম বেশী সকল ফিচার যা অন্যান্য Video Editor গুলোতে থাকে। এছাড়াও এর একটি ভিন্ন ফিচার রয়েছে আর তা হলো আপনি আপনার Youtube Video Edit করার পাশাপাশি Youtube Thumbnail বানিয়ে নিতে পারবেন।

আপনি ভাবছেন ১০ টার কথা বলে ৯ টাতে Review শেষ করার কারন কি? হয়তোবা আপনার মতে ভালো কোন App রয়েছে যা তালিকাতে যুক্ত করা হয়নি। যদি এমনটা মনে করে থাকেন তবে আপনি টিউমেন্টে বাদ পড়ে যাওয়া App টির নাম এবং Review করতে পারেন। যদি টিউমেন্ট টি তথ্য যুক্ত হয় তবে সরাসরি আপনার টিউমেন্ট কপি করে বসিয়ে দিবে ১০ নম্বর পয়েন্টে।

তাহলে এই রইলো সেরা ১০ টি Youtube Video Editor App ২০২০ সালের সেরা তালিকায়। এখানে টিউনের সমাপ্তি করছি যদি ভালো লেগে থাকে তবে লাইক, টিউমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে এই আর্টিকেল থেকে বিদায় নিচ্ছি তবে আপনি যদি চান ঘুরে দেখতে পারেন আমার লেখা অন্যান্য আর্টিকেল গুলো নিচের লিংক থেকে।

http://www.DarkMagician.Xyz

সৌজন্যেঃ Cyber Prince

Level 3

আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইউটুবারদেড় জন্য একটি প্রয়োজনীয় টিউন। .