অ্যান্ড্রয়েড ফোনের যেকোনো স্থান থেকে টেক্সট কপি করুন


আমাদের হাতে থাকা স্মার্টফোন টি দিয়ে আমরা বিভিন্ন স্থানের টেক্সট কপি করি। কিন্তু কিছু কিছু অ্যাপ আছে যেগুলো থেকে কোনো প্রকার টেক্স কপি করতে পারি না। এই টিউনে আমি কথা বলব Universal Copy সম্পর্কে। যার সাহায্যে আপনি যেকোনো অ্যাপ (যেগুলো কপি করতে অনুমতি দেয় না) থেকে টেক্সট কপি করতে পারবেন।

অ্যাপ টির সাইজ ৮ - ৯ মেগাবাইট এর মধ্যে। অ্যাপ এর প্যাকেজ com.camel.corp.universalcopy। বর্তমান তথ্য অনুযায়ী অ্যাপ টি চালাতে কমসে কম অ্যান্ড্রয়েড ৪.১ ভার্সন লাগবে।

অ্যাপের ব্যবহার

অ্যাপ টি ইন্স্টল করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।

এখন উপরেন অপসন Universal Copy তে ক্লিক করুন।

দেখবেন আপনার সামনে একটি ডায়লগ বক্স এসেছে। বলতেছে Accessibility Service চালু করতে।


Open Settings লেখাটিতে ক্লিক করুন। সরাসরি Accessibility তে চলে যাবেন। সেখান থেকে Universal Copy তে ক্লিক করুন। এবং পারমিসন টি Off করা থাকলে অন করে দিন।

এখন ব্যাক বাটন চাপুন দেখবেন Universal Copy অ্যাপটি চালু হয়ে গেছে।

সেই সাথে একটি নোটিফিকেশনও চলে আসবে।

উক্ত নোটিফিকেশনে ক্লিক করার মাধ্যমে  স্থানের টেক্সট কপি করা যাবে।

দেখুন আমি ইউটিউব অ্যপের এমন স্থান থেকে টেক্সট কপি করতেছি যেটা এমনিতে করা অসম্ভব ব্যাপার।

সেটিংস

আমার রেকমেন্ড করা কিছু সেটিংস চালু করলে আরো এক্সট্রা সুবিধা পেতে পারেন।
১. অ্যাপ টিতে প্রবেশ করুন। একটু নিচে স্ক্রোল করে দেখতে পাবেন Triggers সেকশন। সেখান থেকে Long Click On Button. লেখা টিতে ক্লিক করুন। এবং ব্যাক নিলেক্ট করুন। তারপর থেকে ব্যাক বাটন দীর্ঘক্ষণ  চেপে ধরলে Universal Copy অ্যাপটি অ্যাকটিভেট হবে।
২. Launch in full screen mode অপসন টি চালু করে দিন। এতে করে ডিফল্ট ভাবে ফুল স্কিন মোডে চালু হবে।

আশা করি আর্টিকেল টি আপনার ভালো লেগেছে। Universal Copy অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আশা করি টিউন টি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে আমার ওয়েব সাইট Nanoblog.Xyz ভিজিট করবেন। ধন্যবাদ।

Level 1

আমি ইসতিআক আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

একজন প্রযুক্তির স্টুডেন্ট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস