সাপ একটি নিরীহ প্রাণী। বাংলাদেশে ৯৪ প্রজাটির সাপ আছে। তার মধ্যে মাত্র ২৭ প্রজাটির সাপ বিষাক্ত।
অধিকাংশ সমুদ্রে থাকে। এই নিরীহ প্রাণীর অনেক প্রজাতি মানুষের হিংস্রতায় এবং কুসংস্কারে বিলুপ্তির পথে।
আপনার আমার মত সাপেরও বেঁচে থাকার অধিকার আছে। সাপ সম্পর্কে অজ্ঞতা দূর করতে এবং সাপের পরিচিতি
তুলে ধরতে এই অ্যাপসটি তৈরি করলাম। যেহেতু বাংলাদেশে সাপের কোন ডাটাবেস নেই(তালিকা আছে) তাই ভারতের ডাটাবেস
এবং উইকিপেডিয়া থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
ডাউনলোড লিঙ্ক
https://play.google.com/store/apps/details?id=com.netnesspoint.snakebd
বিষধর সাপ চেনার উপায়
সাপের বিবরণ
আমি বাইজিদ হোসাইন। Founder & CEO, Netness Twinter, Barguna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে চাই।