সি প্রোগ্রাম শিখা এখন আরো খুব সহজ! আসলেই কি?

বাংলায় সি প্রোগ্রামিং থেকে কিভাবে প্রোগ্রামিং করতে হয়, কিভাবে নিজে একটা প্রোগ্রাম লিখবো পাশাপাশি একটা সফটওয়ার বা প্রোগ্রাম লিখতে কি কি লাগবে, এসব সম্পর্কে জানতে পারবো।

আমরা যত গুলো অটোমেটিক মেশিন দেখি, সব গুলোই এক বা একের অধিক প্রোগ্রাম দিয়ে চলে। আর প্রোগ্রামটা লেখা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। প্রোগ্রামিং জানলে যে শুধু কম্পিউটারের জন্যই সফটওয়ার তৈরি করা যাবে এমন না, সব কিছুর জন্যই প্রোগ্রাম বানানো যাবে। ছোট্ট একটা ক্যালকুলেটর হতে শুরু করে রোবোট বা এয়ারক্রাফট পর্যন্ত সব কিছুর প্রোগ্রাম। আমাদের হাতের মুঠো ফোনটিও প্রোগ্রামের মাধ্যমে চলছে।

বর্তমান থেকে ভবিষ্যৎ কালে এই প্রোগ্রাম এর চাহিদা দিন দিন বাড়বে কেন না বর্তমানেই  আমাদের জীবনের সাথে মেশিন ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। আর এই মেশিনগুলো সচল করি প্রোগ্রাম এর মাধ্যমে। তাহলে ভবিষ্যতে এর ব্যাপকতা কত বৃদ্ধি পাবে একটু ভাবুন। প্রোগ্রাম এর চাহিদা দিন দিন বেড়েই চলছে এমন দিন আসবে ঘরে ঘরে প্রোগ্রামার দেখা যাবে। তাই এখন থেকেই প্রগ্রামিং শিখা খুব জরুরি, চাইলে আমরা এটা পেশা হিসেবে নিতে পারি। প্রোগ্রাম পেশা হিসেবে নিয়ে বাংলাদেশের অনেক মানুষ এখন সাবলম্বী এবং তাদের আর পিছে ফিরে তাকাতে হয়নি।

আমরা প্রোগ্রাম যেহেতু শিখবো সেহেতু সি থেকেই শুরু করা ভালো। সি ভালোভাবে আয়ত্ত্ব করতে পারলে অন্য লেঙ্গুয়েজ গুলো আরো সহজতর হবে। সহজেই যাতে সি আয়ত্ত্ব করতে পারি এমন একটি অ্যাপস দিবো যাতে স্পষ্ট করে সব কিছু বুঝানো আছে।

আমি নিজেও শিখছি তাই ভাবলাম টেকটিউনস পরিবারের সাথে শেয়ার করি। আশা করি যারা নতুন আমার মত তাদের অনেক উপকারে আসবে।

অ্যাপসটি কতটুক উপকারে আসবে বলে মনে হয় তা আমাকে জানাবেন।


DOWNLOAD APP

 

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন।

সামনে আরো গুরুত্ব পূর্ণ কিছু নিয়ে হাজির হবো ইনশাল্লাহ।

আমরা জন্যে দোয়া করবেন এবং টেকটিউনস পরিবারের সদস্যদের জন্যে দোয়া করবেন

Level 1

আমি সফিক মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নাম সবাই দেখতে পারছেন তা আর নাই বললাম। ঢাকা আমার গ্রাম, প্রোগ্রামিং আমার সখ, Android App Development নিয়ে কাজ করছি বর্তামনে এবং মোটামুটি SEO / ASO করি এবং WordPress or Custom Website Development করি। এই মুহূর্তে বাণিজ্য বিভাগে মাস্টারস করছি, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম নিয়ে পড়াশুনা করছি পাশাপাশি কাজ করছি।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস