আমরা কমবেশি সকলেই ওয়ালেট অ্যাপগুলোর সাথে পরিচিত। এই অ্যাপগুলোর সাহায্যে আমরা সহজেই নিজেদের আয়, ব্যায় ও খরচের হিসাব রাখতে পারি।
প্লেস্টোরে অনেক ওয়ালেট অ্যাপস রয়েছে। তার মধ্যে কিছু আছে ইডিটর চয়েসেও। যেগুলোর কোনটার ১ মিলিয়ন ডাউনলোডও হয়েছে।
তবে আমি আজকে কথা বলব, আমার পার্সোনাল ফ্যাবোরিট ওয়ালেট অ্যাপস নিয়ে।
অ্যাপটির নামঃ Simple Wallet
ডেভেলপারঃ Lucas Sartore
ডাউনলোডঃ ৫০০০+ (৯৬ রিভিউ এর গড়ে রেটিং ৪.৫)
জ্বি হ্যা, মাত্র পাঁচ হাজারের মত ডাউনলোড হয়েছে এই এপ্লিকেশনটি। কিন্তু তবুও লক্ষাধিক বা মিলিয়ন (দশ লক্ষ) ডাউনলোডের এপ্লিকেশনের চেয়ে আমার এই অ্যাপটিই ভালো লেগেছে।
কারণঃ
১। ইউজার ফ্রেন্ডলি।
২। কোন ডাইনামিক ফিচার নেই। একদম সিম্পল।
৩। কত আয় আর কত ব্যয় হল, তা দৈনিক, মাসিক, বাৎসরিক বা আপনার পছন্দমত তারিখ দিয়ে দেখতে পারবেন।
৪। নিজস্ব পছন্দ অনুয়ায়ী, আয়, ব্যয় ও খরচের খাতগুলোর ক্যাটাগরি ও লেবেল কালার করতে পারবেন।
৫। ভ্যালু এডের সময় সামারি লিখতে পারবেন।
(অ্যাপসের কিছু স্ক্রিণশট দিচ্ছি। দেখলে আশা করি বুঝতে পারবেন। )
অ্যাপটির সাইজ খুবি ছোট (১১.৩৬ এম্বি)। তো আপনি যদি ওয়ালেট অ্যাপস ব্যবহারকারী হন কিংবা ব্যবহার করতে চান। তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।
গুগল প্লেস্টোর লিংকঃএখানে ক্লিক করুন
(বিঃদ্রঃ কোন পেইড রিভিউ নয়। নিজস্ব ভালো লাগা থেকে শেয়ার করা। আমার পছন্দের আরও কিছু অ্যাপস শীঘ্রই শেয়ার করব)
ধন্যবাদ।
আমি জে এন হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হৃদয়।পড়ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।প্রযুক্তি ও ইন্টারনেট নিয়ে থাকতে বেশি পছন্দ করি।
nice tune