বেশ কয়েক বছর পর লিখতে বসলাম টেকটিউনস এ। আসলে নানা রকম ব্যাস্ততায় লেখালেখির অভ্যাসটা প্রায় চলেই গেছে। এমনকি আমার নিজের সাইটেও ইদানিং লেখালেখি করা হয়না বললেই চলে। যাই হোক আজকে আপনাদের একটা দারুণ App সম্পর্কে বলব। এর নাম Smart Recorder. নাম শুনেই হয়তো বুঝতে পারছেন যে এটি একটি রেকর্ডার। আরো Specifically বলতে গেলে এটি একটি Voice Recorder. ভাবছেন এ আবার নতুন কি? এতো প্রায় সব ফোনেই ডিফল্ট এপ হিসেবে থাকে!
কিছু একটা পার্থক্য তো অবশ্যই আছে। সেজন্যই তো এর নাম দেয়া হয়েছে Smart Recorder. আর কিছু Specialty না থাকলে তো আমি এত বড় সাইটে এটা নিয়ে লিখতে আসিনা। 😉
এবারে কাজের কথায় আসি। ছোট্ট এই রেকর্ডারটির বিশেষত্ব হল এটি শুধু শব্দ হলে বা কথা বললেই রেকর্ড করবে। মাঝখানের শব্দহীন অংশটুকু সে বাদ দিয়ে যাবে। আর এই কারণেই এটা স্পেশাল। কারণ আপনি যদি এটা অন রেখে সারা রাত ঘুমিয়ে থাকেন সকালে উঠে আপনি হয়তো দেখবেন মাত্র কয়েক মিনিট রেকর্ড করেছে। আর খুব সহজেই আপনি সেটা পরীক্ষা করতে পারবেন। অন্য কোন এপ হলে সে রাতে 8/10 ঘন্টার পুরোটাই রেকর্ড করত। এবং আপনার মেমোরী শেষ করে ফেলত।
যে ধরনের কাজে এটা ব্যবহার করতে পারেন -
সত্যি বলতে কি সাধারণ একটা রেকর্ডার হলেও এটা অনেক কাজে ব্যবহার করা যায়। ব্যবহারটা মূলত আপনার নিজের কাছে। কি কাজে লাগাবেন সেটা আপনার কাছে।
আপনারা গুগল প্লে থেকে এপটি নামিয়ে নিতে পারেন - Smart Recorder
ছোট্ট একটা এপ। তাই এর টুকটাক সেটিংস নিয়ে আর বেশি কিছু বলতে চাইনা। ইন্সটল করে নিজেরাই বুঝে নিতে পারবেন। তবে একটা ব্যাপার বলে দিচ্ছি - Skip Silence এর ব্যাপারটা Automatic আর Manual দুই ভাবেই করা যায়। Manually ও আপনি সেট করে দিতে পারবেন ঠিক কোন মাত্রার শব্দ রেকর্ড হবে। আর অটোমেটিক হলে এপ নিজেই ঠিক করে নিবে কোনটা সে রেকর্ড করবে আর কোনটা করবে না।
এপটি কেমন লাগলো মন্তব্যে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
There is no mistake in the world of technology! Everything is learning!!