প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে বিশ্ব | আমাদের বাংলাদেশ সেই ক্ষেত্রে মোটেই পিছিয়ে নেই | কিছুদিন আগে আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ- তরুণী সারা বিশ্বের মধ্যে প্রযুক্তিতে সেরা হতে | বাংলাদেশের তরুণেরা এখন গেমস, অ্যাপস, রোবটিক মিডিয়া ইত্যদি ভিন্নরকম প্রযুক্তি আমাদেরকে উপহার দিচ্ছে | তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে এমন ১০টি এন্ড্রোইড অ্যাপসের কথা বলবো যা এপার ছাড়িয়ে ওপার জয় করেছে | চলুন দেখা যাক সেই অ্যাপস গুলো কি কি যা ২০১৯ সালে বাংলাদেশে সেরা |
যারা প্রতিদিন খবর পড়তে ভালোবাসেন তাদের জন্য এই অ্যাপসটি অত্যান্ত উপকারী | এই অ্যাপসটিতে বাংলাদেশের ৫০০ এর অধিক পত্র-পত্রিকা রয়েছে | অ্যাপসটির অনন্য বৈশিষ্ট্য হলো প্রায় ১০ টি ক্যাটেগরিতে পত্র-পত্রিকা গুলো সাজানো রয়েছে | ৬৪ জেলার সেরা সেরা পত্রিকাসহ আন্তর্জাতিক ৫০টি পত্রিকা এই অ্যাপসে বিদ্যমান | ইতিমধ্যে ১ লক্ষ্য বার প্লেস্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড হয়েছে | অ্যাপসটি গুগল প্লেস্টোর প্রকাশিত হয় ২০১৬ সালের জুন মাসে | তাই ৬.৭ mb এর অ্যাপসটি ইনস্টল করলে খুব সহজেই পড়তে পারবেন বাংলাদেশের সমস্ত পত্রিকা |
এই অ্যাপসটি বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যান্ত জনপ্রিয় | আমাদের মাতৃভাষায় বাংলা চর্চার এক বিরাট সুবিধা এই অ্যাপস থেকে আমরা পেয়ে থাকি | অ্যাপসটি প্রকাশ পাই ২০১৫ সালে, অ্যাপসটি সম্পূর্ণ ফ্রিতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন প্লেস্টোর থেকে |
৩. Jagobd
অ্যাপসটি ২০১৪ সালে গুগল প্লেস্টোরে পাবলিশ হয় | খুব সহজেই এই অ্যাপসটির মাধ্যমে আপনি বাংলাদেশের সকল টিভি চ্যানেল দেখতে পারবেন | খবর, বিনোদন এবং খেলাধুলার নিয়মিত আপডেট এই অ্যাপসের অন্যতম বৈশিষ্ট্য |
৪. bKash
বর্তমানে বাংলাদেশে টাকা আদান-প্রদানের জন্য এই অ্যাপসটির কোনো বিকল্প নেই | মুহূর্তের মধ্যে আপনি দেশ থেকে দেশান্তরে টাকা লেনদেন করতে পারবেন | অ্যাপসটি বাংলাদেশের ব্র্যাক ব্যাংকের নিজস্ব সম্পদ | অ্যাপসটি প্রকাশ পাই ২০১৮ সালে, এখন পর্যন্ত ৫০লাখ বার অ্যাপসটি ইনস্টল হয়েছে |
এই অ্যাপসটির সত্ত্বাধিকারী গ্রামীণ ফোন লিমিটেড | আপনি অ্যাপসটি ডাউনলোডের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল সরাসরি দেখতে পারবেন | এছাড়াও জনপ্রিয় বাংলা মুভি এবং ইংলিশ মুভি এই অ্যাপসের মাধ্যমে উপভোগ করতে পারেন | অ্যাপসটি ইতিমধ্যে প্লেস্টোরে ৫০ লক্ষ্য বার ইনস্টল হয়েছে | অ্যাপসটি প্রকাশ পাই ২০১৭ সালের অগাস্ট মাসে |
৬. Heroes Of 71
বাংলাদেশের এক ঝাঁক তরুণ এই গেমটি তৈরী করে ২০১৫ সালের ডিসেম্বর মাসে | বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে এই গেমসটি নির্মিত হয়েছে | বাস্তবে না পারলেও ভার্চুয়াল জগতে তাই খুব সহজেই আপনার আমার শত্রু পাক হানাদার বাহিনীকে পরাভূত করতে পারবেন |
৭. Prothom Alo
বাংলাদেশের অন্যতম দৈনিক সংবাদপত্র | প্রথম আলো পত্রিকার ওয়েবসাইট এবং অ্যাপস দুটিই আছে | খুব সহজেই তাই পত্রিকাটি অনলাইন থেকে পড়ে নিতে পারেন | পত্রিকাটি অনেক পুরোনো হলেও তারা অ্যাপসটি প্লেস্টোরে প্রকাশ করে ২০১৪ সালে |
আপনার শব্দভান্ডারকে সমৃদ্ধ করতে এই অ্যাপসটির কোনো বিকল্প নেই | অধিকাংশ এন্ড্রোইড ইউজারের ফোনে এই অ্যাপসটি ডাউনলোড করা থাকে | বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলায় সব শব্দই খুব সহজে কনভার্ট করতে পারবেন | অ্যাপসটি প্লেস্টোরে প্রকাশিত হয় ২০১৩ সালে | ইতিমধ্যে ৫০ লক্ষ বার ডাউনলোড হয়েছে এই অ্যাপসটি |
৯. Bangla Quran
পৃথিবীর অন্যতম গ্রন্থ আল কোরানের অনলাইন ভার্সন পাবেন এই অ্যাপসে | ১১৪ টি সূরার অর্থসহ অডিও শুনার ব্যবস্থা রয়েছে এই অ্যাপসের মাধ্যমে | অ্যাপসটি প্লেস্টোরে পাবলিশ হয় ২০১৭ সালের ডিসেম্বর মাসে | এখন পর্যন্ত ১০লক্ষ বার অ্যাপসটি ডাউনলোড হয়েছে |
১০. Meena Game
মিনা রাজুর কার্টুনের আদলে গেমসটি বাচ্চাদের জন্য নির্মিত হয়েছে | অ্যাপসটির সত্ত্বাধিকারী ইউনিসেফ বাংলাদেশ | আমাদের সমাজের নানারকম সমস্যা তুলে ধরতে এবং বাচ্চাদের আনন্দের মাধ্যমে শিক্ষা দিতে গেমসটির কোনো জুড়ি নেই | গেমসটি গুগল প্লেস্টোরে প্রকাশ পাই ২০১৬ সালের ডিসেম্বর মাসে | প্লেস্টোর থেকে প্রায় ১০ লাখ বার ডাউনলোড করা হয়েছে গেমসটি |
টিউনি ভালো লাগলে লাইক, টিউমেন্ট এবং শেয়ার করুন | প্রযুক্তি জগৎ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে ইমেইল করুন: [email protected] |
আমি হাসমত আলী। Digital Marketer, DrChronicDisease.Com, Kaligonj, Jhenaidh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 12 টিউনারকে ফলো করি।
Digital Marketer & Advertiser (Amazon, Facebook, Google, Linkedin) | SEO and Data Driven Marketing Specialis ***Specialist of Amazon FBA, Ads, Alibaba Product Sourcing, Product Listing Optimization***