হেলো টেকটিউনসবাসী! আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো, যেটির অভাব হয়তো এমনিতে অনুভব কখনো অনুভব করেননি, কিন্তু অ্যাপটির সাথে পরিচিত হলে বুঝবেন এটি কতো কাজের। অ্যাপটি দিয়ে আপনি আপনার ছবিগুলোর উপর বাংলা লিখতে পারবেন।
হয়তো এখন অনেকেই বলে উঠবেন, "আরে ভাই! এটা কোনো অ্যাপ হলো?! কত অ্যাপ দিয়েই তো এটি করা যায়!" আমি মানি, কিন্তু মাতৃভাষায় এত ফ্লেক্সিবিলিটি সম্পন্ন অ্যাপ আর নেই। এই অ্যাপে আপনি পাবেন ২০ টিরও বেশি সুন্দর সুন্দর বাংলা ফন্ট। আছে সব ধরনের কাস্টোমাইজেশন অপশনস!
উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ ব্যবহার করে বানানো কিছু ছবি। সুন্দর না?
অ্যাপটির একটি বিশেষ দিক হলো এখানে আছে একটি টেমপ্লেট সিসটেম। নিজের ছবির উপর কথা না বসাতে চাইলে একটি টেমপ্লেট বাছাই করে মনের কথাগুলো লিখে ফেলবেন! আর শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায়। অ্যাপটি দিয়ে অনুকবিতা, একক কোনো বাক্য বা শব্দ, মিমস - সবকিছুই বানাতে পারবেন।
তাই আর দেরি না করে ডাউনলোড করে ফেলুন। লিংকঃ http://bit.ly/likhonapp
অ্যাপের নাম "লিখন"। ভালো লাগলে অ্যাপটির রেটিং ও রিভিও দিতে ভুলবেন না! টিউমেন্টসেও জানাবেন। ধন্যবাদ।
Disclaimer: I developed this app.
আমি নাঈম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hello! I am Naeem. I am a young software developer and a computer geek. I am in love with Python.