এবার নিজেই বানান PDF ফাইল খুব সহজে

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

তো চলুন শুরু করা যাকঃ আপনার অনেকেই হয়তো পিডিএফ পড়ে থাকেন। আমিও পড়ি। অনেক সময় হয়তো চিন্তা ভাবনা করেন, যে এই গুলো কিভাবে তৈরি করা হয়ে থাকে। আমিও একসময় ভাবতাম কিভাবে পিডিএফ ফাইল গুলো তৈরি করা হয়, আবার এগুলোতে ফটোও এড করা যায় কিভাবে সম্ভব। এখন থেকে আপনিও পিডিএফ ফাইল বানাতে পারবেন।

এবং এগুলো নেটে আপ্লোড করলে অন্যরাও পড়তে পারবে৷আমাদের মধ্যে অনেকেই আছে যারা এক্সপার্ট, অনেক কিছুই জানে তারা পিডিএফ বানিয়ে এগুলো অনলাইনে বিক্রি করে আয় করতে পারবে। অনেক কথা বার্তা বলে ফেললাম এখন মুল কথায় আসা যাক। এখন আমরা দেখব কিভাবে একটি পিডিএফ ফাইল তৈরি করা যায়।

কার্য পদ্বতিঃ

১ম আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। , অ্যাপসের বিবরণঃ

Apps details
Name:PDF creatorPdf Creator
size:9.7 mb

অ্যাপস টি ডাউনলোড করা হয়ে গেলে, অ্যাপসটি ওপেন করুন

এগুলো আপনার ইইচ্ছামত দেন

এখানে ক্লিক করুন

এখন পিডিএফ টার নাম দেন। মানে আপনার পিডিএফ টার কি নাম হবে সেটা লিখুন

এখানে আপনার pdf কন্টেন্ট লিখুন। আপনি যদি ফটো এড করতে তাহলে, , আপনি মনে করুন ২ লাইন পরে একটি পিক দিবেন তাহলে উপরে পিক আইকনে ক্লিক করে পিক এড করবেন।

এখন পিডিএফ টি সেভ করার জন্য নিচের স্ক্রিনশট এ দেখানো যায়গায় ক্লিক করেন

ব্যাস আপনার পিডিএফ তৈরি হয়স গিয়েছে। এখন আপনার পিডিএফ টা ওপেন করার পালা।

কিভাবে পিডিএফ টা ওপেন করবেন

১মে আপনার ফাইলে ম্যানেজারে যান। তারপর ফোন স্টোরেজে ঢুকুন 

তারপর দেখবেন আপনার ফোনে pdf creator নামে একটা ফাইল তৈরি হয়েছে সেটায় ঢুকুন

এই যে দেখুন আমার তৈরি পিডিএফ।

আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে টিউমেন্ট করবেন। আজ আর নয় আজকের মত এখানেই শেষ। দেখা হবে আগামী কোন টিউন এ। সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

টিউনি সবপ্রথম লিখেছেন আমাদের সাইটের Author Rakhibul টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, টিউমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.! আবারও ধন্যবাদ সবাই কে…

আজকে এ পযন্তই আর হে আর সকল সিমের ফ্রি-নেট ও টিপ্স পেতে ভিজিট করুন TipsNow24.Com ধন্যবাদ।

Level 4

আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উপকারী এপ রিভিউ টিউনটি উপহার দেয়ার জন্য অশেষ শুকরিয়া ভাই।