Free Call with Bluetooth in Any android Mobile Bluetooth-এর মাধ্যমে যে কোন মোবাইলে একদম ফ্রি কল করুন

Free Call with Bluetooth in Any android MobileFree Call with Bluetooth in Any Android Mobile

আপনারা  যে কোন Android মোবাইলের Bluetooth-এর  মাধ্যমে একটি ফোনের সাথে আরএকটি ফোন Connect করে  সম্পূর্ণ বিনামূল্যে অডিও এবং ভিডিও কল কল করতে পারবেন। আর এই মাধ্যমটি ব্যবহার করে একজনের সাথে আর একজনের  কথা সম্পূর্ণ স্পষ্ট শুনতে পারবেন। আকর্ষণীয় এই ব্যবহারটি শিক্ষতে হলে নিচের নির্দেশনা গুলো ভালো করে লক্ষ্য করুন। আর এজন্য আপনাদের যে কাজটি করতে হবে তা হলো মোবাইল  সেটিং করতে হবে। অর্থাৎ আপনার মোবাইল ও  আপনি যার সাথে কথা বলতে চান তার মোবাইল। আর এই কাজটি করার জন্য  আপনার মোবাইল ফোনে কোন টাকা বা কোন প্রকার নেট সংযোগ দেওয়া লাগবে না। আপনি মোবাইলের Bluetooth-এর  মাধ্যমে এই কাজটি করতে পারবেন।

নির্দেশনাঃ 
নিচে চিত্রটি লক্ষ্য করুন এখানে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে দুইটি মোবাইল রেখেছি একটি Mi  এবং আরকেটি Samsung Galaxy A50 ফোন। এখন এই দুইটি ফোনেই Bluetooth Walkie Talkie নামে একটি App Install করতে হবে। এই Appটির লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করে Install করবেন।

1st Step: এখন আপনাদের মোবাইল ফোনে সেটিং করে নিতে হবে এজন্য প্রথমে নিচের চিত্রের মতো মোবাইল ফোনের নোটিফিকেশনে Opton-এ চলে জান, নিচে লক্ষ্য করুন। এখান থেকে আপনার মোবাইল অনুযায়ী Bluetooth On করে দিন।

Bluetooth On করার জন্য নিচের চিত্রের মত এখানে On বাটনটি চালু করে দিন। তাহলে আপনার মোবাইলে Bluetooth টি On হয়ে যাবে। আপনাদের যার যে  মোবাইল হোক না কেন আপনি যে ভাবে আপনার মোবাইলের  Bluetooth On করতেন সে ভাবেই Bluetooth On করুন। মোটকথা আপনার নিজের  এবং আপনি যার সাথে কথা বলতে চান তার মোবাইলে  Bluetooth On করতে হবে।


2st Step: নিচের চিত্রটি লক্ষ্য করুন এখানে উদাহরণ স্বরূপ আমি আমার মোবাইলে Bluetooth চালু করার পর একটি Mi  এবং আরকেটি Samsung Galaxy A50 ফোন দেখাচ্ছে। আপনাদের ফোন অনুযায়ী আপনাদেরটা দেখাবে। এখান আমাদের Bluetooth চালু করার কাজ শেষ হয়েছে। এখন Bluetooth Walkie Talkie নামের এই App Install করতে হবে। Bluetooth Walkie Talkie নামের এই Appটি আমি নিচে দিয়ে দিয়েছি আপনারা নিচে ডাউনলোড লেখা বাটনে ক্লিক করে App টি Install  করে নিবেন।

3rd Step: এখন আপনার মোবাইলে Install করা App টি Open করুন। এখন এখানে দেখুন App টি Open করার সাথে সাথে  আমার মোবাইলের নামটি দেখাবে,   যেমন আমার এখানে একটি মোবাইল  Mi  এবং আরকেটি Samsung Galaxy A50 ফোন দেখাচ্ছে। এখান থেকে আপনি প্রথম মোবাইল ফোন থেকে ২য় মোবাইল অথবা ২য় মোবাইল ফোন থেকে প্রথম মোবাইল ফোনে কল করতে পারেন। কল করার জন্য আপনি যে মোবাইলে কল করতে চান সেই মোবাইলের নামের উপর ক্লিক করুন তহলে সেই মোবাইলে কল চলে যাবে।

4th Step: নিচের চিত্রটি লক্ষ্য করুন তহলে বুঝতে পারবেন, যেমন আমি এখানে,  Mi মোবাইল থেকে কল করেছি Samsung Galaxy A50 মোবাইল ফোনে। আমার Samsung Galaxy A50 ফোনে দেখুন Accept লেখা দেখাচ্ছে, এখন যদি আমি Accept ক্লিক করি তাহলে কলটি রিসিভ হবে।  আপনি ঠিক একই ভাবে একটি ফোন থেকে অন্য ফোনে এভাবে কল করতে পারবেন।


উপরের  আমি ৪টি ধাপে যে পদ্ধতিগুলো দেখিয়েছি তা অনুসরণ করে আপনি  Bluetooth  ব্যবহারের মাধ্যমে আপনার বাড়ি, অফিস ও বন্ধু বান্ধাবের সাথে ফ্রি কল করতে পারবেন। কিন্তু এই কল গুলি অবশ্যই  Bluetooth  এর ধারন শক্তির ভিতরে হতে হবে। অর্থাৎ আপনার মোবাইল থেকে আপনি যে ব্যক্তির মোবাইলে কল করতে চাইছেন তার মোবাইলের Bluetooth connectionযত দূর পর্যন্ত যাবে সেই দূরত্ব পর্যন্ত আপনি কল করতে পারবেন।

Bluetooth Walkie Talkie App টি ডাউনলোড করুনঃ

Level 0

আমি ফার্স্ট অল টিপস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস