আপনার মোবাইলের গতি বাড়াতে এবং মোবাইলটি ভালো রাখাতে এখনি এই কাজটি করুন

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

আমরা  আমাদের মোবাইলের কাজ করার সময় যখন একই সাথে বেশী App Open করে কাজ করি তখন অনেক সময় আমাদের মোবাইলটি স্লো হয়ে যায়। যাতে করে আমাদের কাজ বিঘ্নতা ঘটে থাকে মোবাইল থেকে কোন App Open করতে সময় লেগে যায় এবং নেট থেকে কোন প্রয়োজনীয় ফাইল বা ভিডিও ডাউনলোড করতে গেলে সময় লেগে যায়,  অনেক সময় মোবাইলটি হ্যাং হয়ে যায়। এর কারন হচ্ছে আমরা কখনো মোবাইলের সঠিক নিয়মে যত্ন নেই না। তাই আমাদের নির্দেশনা অনুযায়ী নিচে দেওয়া টিপসটি অনুসরণ করে খুব সহজেই আপনার মোবাইলের আয়ু বৃদ্ধি করতে পারবেন এবং সেই সাথে মোবাইলের গতি বৃদ্ধি পাবে।

প্রত্যেকটি চিত্রের লাল চিহ্নিত বক্স গুলোকে অনুসরণ করুন। 

যেভাবে করবেনঃ এজন্য প্রথমে আপনার মোবাইল থেকে Google Play Store থেকে একটি App ডাউনলোড করতে হবে, নিচের চিত্রটি লক্ষ্য করুন, আপনি যখন Google Play Store-এ যাবেন তখন All-in-one Toolbox নামে সার্চ দিবেন তাহলে আপনার সামনে নিচের চিত্রটির মত দেখাবে এখান থেকে App টি Instal করে নিবেন। অথাবা আপনি এখানে সরাসরি নিচের চিত্রটিতে ক্লিক করেও App টি ডাউনলোড করে নিতে পারেন।

এখন আপনি নির্দেশ অনুসারে যে App টি ডাউনলোড করে Inastal করেছেন সেটি Open করুন, App টি Open হওয়ার সাথে সাথে আপনার সামনে নিচের চিত্রের মত দেখাবে। এখন নিচের চিত্রটি লক্ষ্য করুন এখানে দেখুন  Clean, Boost, Toolbox, Boot Speed, CPU Cooler ও File Manager এই ৬টি প্রক্রিয়া দেওয়া আছে। এর মধ্য থেকে যে গুলো আপনি ব্যবহার করে  আপনার মোবাইল কে সুপার মোবাইলে পরিণত করতে পারেন নিচে এর বিস্তারিত দেখিয়ে দিয়েছে।

Clean:
প্রথমে আপনি আপনার মোবাইল থেকে Clean লেখাটিতে ক্লিক করুন, তাহলে আপনার মোবাইলে থাকা Junk গুলো নিচের চিত্রের মত ক্লিন হতে থাকবে এবং ক্লিন শেষ হওয়ার পর নিচের ডান পাশের চিত্রের মত Clean (38.5MB) লেখা আসবে, আপনি এবার  Clean (38.5MB) লেখাটিতে ক্লিক করুন, তাহলে Clean এর কাজটি শেষ হবে।

 

Boost:
Boost  করলে আপনার মোবাইলে থাকা App গুলোর কর্মক্ষতার স্প্রীড বাড়িয়ে দেয়। আপনি Boost লেখাটিতে ক্লিক করুন, তাহলে আপনার মোবাইলে থাকা App গুলো Boost হতে থাকবে এবং Boost শেষ হয়ে গেলে নিচের চিত্রের মত দেখাবে।  এখান থেকে আপনি Boost Selected(312MB) এই লেখাটিতে ক্লিক করুন তাহলে Boost এর কাজ সম্পন্ন হবে।

Boot Speed:
Boot Speed করলে আপনার মোবাইলে যে App গুলো আপনি ব্যবহার করেন না কিন্তু অকারনে আপনার ব্যাটারীর অপচয় করাচ্ছে এবং মোবাইলের মেমোরির অপচয় করচ্ছে তা বন্ধ করে দেয়। এখন আপনি Boot Speed লেখাটিতে ক্লিক করুন তাহলে নিচের চিত্রের মত দেখাবে এখানে আপনার ব্যবহার না হওয়া App গুলো দেখাবে, নিচে লেখা Disable All লেখাটিতে ক্লিক করুন তাহলে Boot Speed এর কাজ সম্পন্ন হবে।

CPU Cooler:
আপনার মোবাইল যখন খুব গরম হয়ে যায় তখন এটি দারুন কাজ করে, CPUCooler এর মাধ্যমে আপনি আপনার মোবাইলকে ঠাণ্ডা করে নিতে পারেন। এজন্য আপনাকে CUP Cooler লেখাটিতে ক্লিক করতে হবে তাহলে এটি নিচের চিত্রের মত স্ক্যান হতে থাকবে এবং স্ক্যান হয়ে গেলে Cool Down লেখা চলে আসবে এখন আপনি Cool Down লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইলের তাপমাত্রা কমে যাবে।

এই পদ্ধতি গুলো আপনি মাসে একবার করলেই হবে, এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার মোবাইলের কার্যক্ষমতা ও মোবাইলের ব্যাটারী ১০০% ভালো রাখতে পারবেন। আশাকরি আপনাদের মোবাইলের এই টিপসটি দারুন কাজে আসবে।

নিচের বাটনটি ক্লিক করে App টি ডাউনলোড করুনঃ 

Level 0

আমি ফার্স্ট অল টিপস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস