আশা করি আপনারা ভালো আছেন।
techtunes.iom এর সাথে থাকলে আপনি ভালো থাকবেন।
আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
হাজির হলাম আর একটি নতুন ট্রিক নিয়ে।
তো চলুন শুরু করা যায়।
যে অ্যাপসের সাহায্যে গ্যালারি ভিতর আপনার কাটরিনার ফটো এবং ভিডিও লুকিয়ে রাখবেন অ্যাপস লক
অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুনplay store
অ্যাপটি ওপেন করার পর এরকম একটি পেজ আসবে।
এখন আপনাকে একটিভ এ ক্লিক করতে হবে।
তারপর একটি প্যাটান দিতে বলবে।
তারপর আবারো সেই পেটান টি দিতে হবে।
তারপর এরকম একটি পেজ ওপেন হবে
ওখানে একটা জিমেইল দিয়ে সেভ এ ক্লিক করতে হবে। এটার মাধ্যমে আপনি যদি প্যাটার্ন ভুলে যান সেটা ফিরিয়ে আনতে পারবে।
এরপর আপনাকে ওকে তে ক্লিক করতে হবে।
এখন আপনাকে Protect এ ক্লিক করতে হবে।
এখন আপনাকে Magic এ ক্লিক করতে হবে।
এখন আপনাকে Hide app Lock এ ক্লিক করতে হবে।
এখন আপনাকে ঐ চিহ্ন টি তে ক্লিক করতে হবে।
দেখবেন অ্যাপসটি হাইট হয়ে গেছে।
এখন আপনি আপনার গ্যালারি ভিতরে গিয়ে একটি ফটো সিলেক্ট করুন। এবং শেয়ার এ ক্লিক করুন দেখবেন ওখানে ওপেন অ্যাপ লক লেখা আছে ওইটাতে ক্লিক করুন।
আপনি এই অ্যাপস লক এর ভিতরে সবকিছু লিখে রাখতে পারবেন এই অ্যাপসটি হাইট হয়ে থাকবি কেউ দেখতে পারবে না
আশা করি পোস্টটি ভালো লেগে।
আগামীকাল যে পোস্টটি দিব সেটি হল ফেসবুকের নতুন একটি ট্রিক এটার মাধ্যমে আপনি যেকোন ফেসবুক আইডি হ্যাক করতে পারবেন যদি দেখতে চান তাহলে আমাকে টিউমেন্ট করে জানান লাইক করবেন অবশ্যই।
আজকের পোস্টটি এই পর্যন্তই।
যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিয়েন।
খোদা হাফেজ।
টিউনি সবপ্রথম লিখেছেন আমাদের সাইটের Super-Author Sakib-babu
টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, টিউমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!
আবারও ধন্যবাদ সবাই কে…
আমাদের সাইটে ১ টি টিউন করেই ৫-১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়। আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।
★★আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন
★★আল্লাহ হাফেজ★★
আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।