টেকটিউনস সহ সকল ব্লগ ও সংবাদপত্র পড়ুন একসাথে

সকল সংবাদপত্র পড়া যায় এরকম অনেক অ্যাপস-ই প্লে-স্টোরে আছে, তবে আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব যেটা কিনা আপনার ক্রোম, মোজিলা কিম্বা অপেরা ব্রাউজার এমনকি ঐ সকল পত্রিকার নিজস্ব অ্যাপও এত ফিচার সম্বলিত না। অন্যান্য ব্রাউজার থেকে এটি এ জন্য সেরা যে, আপনি যখন এক এর পর এক পেজ ভিউ করতে থাকেন তখন আগের পেজে আসলে আবার অন্যান্য ব্রাউজারের মত এটি রিলোড হয়না বরং আপনি যেখানে এটি রেখে গেছেন সেখানেই থেকে যায়। ফলে সময় এবং ইন্টারনেট খরচ দুটোই বাঁচে।

বাংলা পত্রিকা, ইংরেজি পত্রিকা, আন্তর্জাতিক পত্রিকা, এবং টেকটিউনস সহ জনপ্রিয় ব্লগগুলি ও শিক্ষা বিষয়ক অনেক লিঙ্ক (শিক্ষক বাতায়ন, বিভাগ, অধিদপ্তর, SSC/ HSC Result with Marksheet, College online Application) সংযুক্ত করা আছে এতে।
আন্ড্রয়েড ওয়েবভিউ থেকে সরাসরি লিঙ্ক শেয়ার, ক্রোম কাস্টোম ট্যাবে পেজ ওপেন, বুকমার্ক ও অন্যান্য ফিচার রয়েছে এতে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল বাংলাদেশের যে একটি খবর লিখার সোসাল মিডিয়া যার হাইস্যকর নাম হল "কি অবস্তা?" সেখানে ডাইরেক্ট শেয়ার দেওয়া যায়।

বাংলাদেশের সকল সংবাদপত্র একসাথে পড়তে এবং জনপ্রিয় ব্লগ ও শিক্ষা বিষয়ক সকল ওয়েবসাইট একসাথে দেখতে এক্ষুণি এই অ্যাপস-টি ইন্সটল করুন। আপনাদের সবার সুবিধার্থে আমি লিঙ্কটি দিয়ে দিলাম।

All Newspaper and blog

সকলকে ধন্যবাদ। ভাল লাগলে টিউমেন্ট করে জানাবেন.।

Level 1

আমি মাহফুজুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস