আশাকরি সবাই ভালো আছেন
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
আজ আপনাদের সাথে কথা বলব কিভাবে আপনি বুঝবেন যে আপনার হাতে থাকা মোবাইলটি ভালো নাকি খারাপ।
আমরা অনেক সময় মার্কেট থেকে মোবাইল না কিনে অনেক ব্যক্তিদের কাছ থেকে মোবাইল ক্রয় করে থাকি। মানে পূরানো ফোনগুলা কিনি আরকি।
তো প্রায় ৭০% মানুষ পূরানো ফোন কিনে ঠকা খায়। বলছে একরকম আর ব্যবহার করে দেখি আরেক রকম!
কাউকে বিশ্বাস করে হয়ত ফোন কিনলেন কিন্তু কিনার পর দেখলেন ফোনটির ডিসপ্লে তে সমস্যা বা স্পিকারে সমস্যা বা ব্যাটারি তে সমস্যা
এখন কি করবেন? তখন আর আমাদের কিছুই করার থাকে না। তখন মনে হয় কেনার সময় যদি একটু চেক করে নিতাম।
তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব যার মাধ্যমে আপনি যেকোন স্মার্টফোনের ত্রুটি খুঁজে বের করতে পারবেন!
যদি আপনি পূরানো ফোন কিনার সময় এই অ্যাপ দিয়ে ট্রাই করেন তাহল হয়ত আপনার ডিসিশন চেঞ্জও হতে পারে।
তো কি সেই অ্যাপ?
অ্যাপ টির নাম Phone Doctor Plus (ফোন ডক্টর প্লাস)। এই অ্যাপ টি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন।
এছাড়াও আপনি নিচের লিংক এ ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেলে ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করে ওপেন করুন। ওপেন করলে আপনারা নিচের স্ক্রিনশট এর মতো ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে আপনাকে আপনার ফোনের কিছু ইনফরমেশন দেখাবে, যেমন আপনার ফোনের ব্যাটারি কেমন, CPU কেমন, স্টোরেজ কেমন, নেটওয়ার্ক এবিলিটি কেমন, ইত্যাদি ইত্যাদি।
আর আপনি যদি উপরের অপশন গুলা থেকে তিন নাম্বার অপশনে ক্লিক করেন তাহলে Touch Screen নামন একটি অপশন দেখতে পাবেন।
এখানে ক্লিক করলে আপনাকে আপনার ফোনের ডিসপ্লের চারদিকে আঙুল স্ক্রেচ করতে বলবে। আপনি যদি সবগুলা বক্স স্ক্রেচ করতে পারেন তাহলে বুঝবেন আপনার ফোনের স্ক্রিনশট ভালো।
আপনি যদি উপরের চার নাম্বার ব্রাশ আইকনে ক্লিক করেন তাহলে নিচের দিকে দেখতে পাবেন Clean Trush ও Scene নামক দুটি অপশন।
এই দুটি অপশন কাজে লাগিয়ে আপনি আপনার মোবাইল এর Trush ক্লিক করতে পারবেন ও অ্যাপ গুলা স্কেন করতে পারবেন।
এরকম আরো অনেক দরকারি ফিচার রয়েছে, যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফোনের এবিলিটি চেক করে নিতে পারবেন।
তো আশাকরি সবাই বুঝেছেন কিভাবে কি করতে হয়। তার পরও যদি না বুঝে থাকেন তাহলে কয়েকদিন অ্যাপ টি ব্যবহার করুন তাহলে বুঝে যাবেন।
আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমি প্রথম নাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।