ইন্টারনেট আর টেকনোলজির যুগে আমরা সবাই এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি। তবে সমস্যায় পড়ি যে, আমরা কোন অ্যাপস ব্যবহার করব আর কোনগুলি বাদ দেব। আজকে আমি আলোচনা করব কয়েকটি অত্যন্ত দরকারি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে। এই জন্য কোন বাড়তি কথা না বলে সোজাসোজি শুরু করে দিচ্ছি-
নিচে অ্যান্ড্রয়েড ১০ টি গুরুত্বপূর্ণ অ্যাপস নাম দিলাম যেগুলি ব্যবহার না করলেই নয়। আশা করি এই অ্যাপসগুলি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আরও আকর্ষণীয় করে তুলবে।
- Uc Browser : আমরা সবাই ফোনে নেট তো চালাবই তাই একটি ব্রাউজার তো লাগবেই। আমি UC ব্যবহার করতে বলব কারণ এই ব্রাউজারটি অনেক ডেটা সাশ্রয় করে, তাছাড়া এখন নেটের যা দাম তাতে কেউই শুধু শুধু নেট নস্ট করতে চায় না।
- Es File Explorer : ফাইল ম্যানেজার হিসেবে Es এর কোন জুড়ি মেলা ভার। এই File Explorer টি তে প্রায় সব ধরনের কাজই করতে পারবেন। এমনকি এটা দিয়ে ফোন রুটও করা যায় খুব সহজে।
- Picsart : ফটো এডিটিং করার জন্য এর থেকে ভাল আর কোন এডিটর নেই। এটাতে আপনি Texture, Lens Flare, Collage Maker, Shapes, Mask ইত্যাদি আর অনেক সুন্দর সুন্দর ফিচার পাবেন। এছাড়া আপনি নেট থেকে বাংলা বা ইংরাজি অসংখ্য ttf ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
- Google Camera : আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে ভাল ফল পেয়েছি। এর Lens Blur ফিচার ব্যবহার করে আপনি কোন এডিটিং ছাড়াই DSLR এর মানের ফোকাস যুক্ত ফটো তুলে আপনার বন্ধুদের চমকে দিতে পারেন।
- WPS Office : এই অ্যাপটি ব্যবহার করে আপনি যে কোনো PDF, XLS, PPTX, DOC ফাইল তৈরি, এডিট এবং বানাতে পারবেন খুব সহজেই। এর সাহায্যে খুব সহজেই স্যালারি শিট তৈরির মত জটিল গণনার কাজ করা যায়।
- Webmaster : এই সফটওয়্যার টির সাহায্যে আপনারা HTML, CSS, JavaScript কোডিং করতে পারবেন আপনার ফোন দিয়েই।
- Internet Speed Meter Lite : আমার মতে এই সফটওয়্যারটি খুবি কাজের। এটার সাহায্যে ইন্টারনেটের গতি দেখতে পাবেন আপনার নোটিফিকেশন বারে।
- Google Keep : নোট লেখার জন্য এই অ্যাপটি খুব দরকারি। আমি এই পোস্টটিও Keep দিয়েই লিখেছি। এটার সুবিধা হল এটাতে নোটের সাথে ছবিও যুক্ত করা যায়।
- Caller Info : এই অ্যাপটি দিয়ে কোন নাম্বার কোন সার্ভিস প্রোভাইডারের, কোন জায়গার সব কিছুই জানতে পারবেন।
- Du Battery Saver : আপনার প্রিয় ফোনটির জীবন অর্থাৎ ব্যাটারিটিকে স্বাভাবিক রাখার জন্য ব্যবহার করুন এই Battery Saver টি।
ফেসবুক ভিডিও ডাউনলোড করুন এমবি ছাড়া