বদলে যাচ্ছে WhatsApp! ডার্কমোডের WhatsApp এ যা থাকছে

বহুদিন আগে থেকেই হোয়াটসঅ্যাপের ডার্ক মোড ফিচার নিয়ে গুজব ছড়াচ্ছিল। তবে সত্যি সত্যি এবার আমরা এই ফিচার পেতে চলেছি। WABetaInfo রিপোর্ট অনুযায়ী অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা খুব শীঘ্রই এই ফিচারটি পাবে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ২.১৯.৮২ ভার্সনে এই ফিচারটি টেস্ট করা হচ্ছে। WABetaInfo গতকাল ডার্ক মোড থিমের সাথে কয়েকটি স্ক্রিনশট ও টিউন করেছে।

WABetaInfo দ্বারা শেয়ার করা সেই ছবিটিতে ডার্ক মোড ব্যবহারের পরের হোয়াটসঅ্যাপ চ্যাট লিস্টটিকে দেখা যাচ্ছে। যেখানে ব্যাকগ্রাউন্ডটি কালো রঙের এবং সমস্ত লেখা সাদা রঙের করা হয়েছে। বিভিন্ন আইকন যথা ক্যামেরা, পিন ইত্যাদি সাদা রঙের এবং ধূসর ব্যাকগ্রাউন্ড এর সাথে করা হতে পারে। এই মোড অনেকটা উইন্ডোজ ফোনের মেসেজিং অ্যাপের মত দেখতে হবে বলে অনেকে দাবি করেছেন।

যদিও বর্তমানে উইন্ডোজ ফোনে হোয়াটসঅ্যাপ ডার্ক মোডের প্রচলন আছে। কেবল অন্য এক ধরনের দেখতে হওয়া ছাড়াও ডার্ক মোড প্রচলনের আরেকটি কারন হল তার পাওয়ার সেভিং ফিচার। গুগল হতে জানা গেছে যে ডার্ক মোড হোয়াটসঅ্যাপের সাধারণ মোডটির তুলনায় ৪৩% কম ব্যাটারি ব্যবহার করবে। টুইটার ইউটিউব এবং গুগল ম্যাপের মত বড় বড় অ্যাপে বর্তমানে আমরা ডার্ক মোডের ব্যবহার দেখতে পাই। ফেসবুক ও তার মেসেজিং অ্যাপ, মেসেঞ্জারে ডার্ক মোড ফিচার এনেছে।

যদি আপনি ডার্ক মোডের জন্য আর অপেক্ষা করে না থাকতে পারেন, তবে চ্যাটের ব্যাকগ্রাউন্ডটি সবচেয়ে ডার্ক রঙে এবং ফোনের কিবোর্ডটিকে যত পরিমাণ ডার্ক করা যায়, তা করে ডার্ক মোডের মতো উপভোগ করতে পারেন। সে ক্ষেত্রে আইকন গুলির পরিবর্তন না হলেও দেখতে কিছুটা ডার্ক মোডের মতই হবে।

এর ফলে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও চোখের উপরে কম চাপ পড়বে। এখন শুধু মাত্র অ্যানড্রয়েড প্ল্যাটফর্মের জন্যই এই ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।

এছাড়াও হোয়াটসঅ্যাপ অন্য আরেকটি ফিচার নিয়ে কাজ শুরু করেছে। তবে এটি কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। এই ফিচারটি হলো বায়োমেট্রিক অথেন্টিকেশন। এর ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে এই অ্যাপটি লক/আনলক করতে পারবে।

পোস্টটি ভাল লাগলে জোসেস দিতে ভুলবেন না। ধন্যবাদ।

Level 0

আমি কাজল মাহি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই নাই।আইটি রিলেটেড ব্লগ পড়তে ও লিখতে ভালবাসি। বর্তমানে কম্পিউটার সাইন্সে B.Sc করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস