ফেসবুকের চেয়েও বড় প্লাটফর্ম এখন বাংলাদেশে। তার নাম "কি অবস্তা?"। এটি বড় হওয়ার কারন হল এটি আমার দেশের। এর কাজ হল মানুষ যেন তার নিজের এলাকার খবর পেয়ে যায়।
চাকুরী কিম্বা লেখাপড়ার জন্য অনেকেই আমরা নিজের জেলা থেকে অনেক দূরে থাকি। আর তখন আমাদের এলাকায় কি ঘটতেছে তার কোন খবর কিন্তু কোন পত্রিকায় পাইনা। তাছাড়া কোন পত্রিকায় কিন্তু তাদের নির্বাচিত সাংবাদিক ছাড়া অন্য কেও লিখতে পারেনা। যারা কোন গুরুত্তপূর্ন বিষয় এলাকার অন্যদের জানাতে চান, তাদের জন্য এটি অনেক উপকারে দেবে।
"কি অবস্তা?" সফটওয়্যার দিয়ে যে কেও তার নিজের এলাকার যে কোন খবর লিখতে ও পড়তে পারে। ছবি যোগ করা, লাইক, ডিসলাইক এবং টিউমেন্ট করার ফিচার রয়েছে এখানে।
কেও অযাচিত কোন খবর লিখলে তাতে রিপোর্ট করারও অপশন রয়েছে। এখানকার বড় একটি ফিচার হল লাইভ মেসেজিং। আর এখানে কোন প্রকার বিজ্ঞাপণ নেই। নেই কোন অস্লীল ছবি, ভিডিও ইত্যাদি।
তরুণ প্রজন্ম যখন ফেসবুকের ফাঁদে পা দিয়ে সেখান থেকে আর বেড় হতে পারেনা, ঠিক তখনি বাংলাদেশে জন্ম নিল এই সফটওয়্যার। অন্যান্য সোসাল মিডিয়াতে মানুষ যাচ্ছেতাই লিখতে পারে আর তাই সমস্যা হয় সাধারণ মানুষের। অপ্রয়োজনীয় বিষয়াদি বারবার স্ক্রল করার মত বিরক্তি আর নেই। এটা একটা সময়ের অপচয় ও বটে।
গুলল প্লে-স্টোরে এটি পাওয়া যাবে। আন্ড্রয়েড মোবাইলে ইন্সটল করতে নিচের লিংকটিতে ক্লিক করুন।
https://play.google.com/store/apps/details?id=com.kiobosta.bangladesh
আমি মাহফুজুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।