অন্ড্রোয়েড এর জন্য অসাধারণ কিছু গেমস ফোনের রেম কম হলেও খেলা যাবে কোন ধরনের হ্যাং হওয়া ছাড়াই পর্ব – ১

আশাকরি ভালো আছেন। এতক্ষণে আপনারা নিশ্চয় টিউন এর টাইটেল দেখেই বুঝে গেছেন আজকের টিউন কোন বিষয় নিয়ে। বর্তমান যুগের 3D আর অসাধারণ গ্রাফিক্স এর সম্মনয়ে তৈরী গেমস খেলতে কে না পছন্দ করে। কিন্ত এই অসাধারণ অসাধারণ গেমস গুলা আপনার ফোনে ইনস্টল করার জন্য আপনার ফোনের রেম হতে হবে অনেক বড় যেমন PUBG, FORTNITE, FREEFIRE এই ধরনের হাই কোয়ালিটি সম্পূর্ণ গেমস গুলা খেলতে আপনার ফোনের রেম হতে হই ৪জিবি এর উপরে। কিন্ত আমাদের কয়জনেরই বা এত্ত ভারী রেম সম্পর্ন ফোন আছে বলুন। তাই আমি সেসব মোবাইল ফোন ইউজার যাদের ফোনের রেম কম তাদের কথা চিন্ত করে আপনাদের সামনে েএমন কিছু গেমস নিয়ে এসেছি যেগুলা আপনি ছোট রেম সম্পূর্ণ ফোন গুলাতে হ্যাং ছাডায় খুব ভালো ভাবে রান করাতে পারবেন। তাছাড়া গেমস গুলার গ্রাফিক্স দেখে ও আপনাকে মুগ্ধ হতে হবে। তো আর বেশি কথা না বাডিয়ে  চলুন শুরু করা যাক।

আজকে আমি আপনাদের কে এমন একটি স্ক্রোলিং শ্যুটার ভিডিও গেম সম্পর্কে বলবো যে গেমসটির নাম হচ্ছে Downwell. আমেরিকা বিত্তিক গেমস ডেপলাবার কোম্পানি Moppin থেকে তৈরী এই গেমস টি Design, Program & Artist করেন টোকিওর Ojiro Fumoto. October 2015 সালে রিলিস হওয়া এই গেমসটি এখনো খুবই জনপ্রিয়তার সাথে ধরে রেখেছে তার অবস্থান।

মূলত ভূগর্ভস্থে অন্ধকারচ্ছন্ন গুহার ন্যায় গেমটির মূল নকশা তৈরী করা হয়েছে। গেমটির শুরুতেই আপনাকে পেলে দেওয়া হবে সেই অন্ধকারচ্ছন্ন গুহায় গুপ্তধন খোঁজার কাজে। একের পর এক শত্রুর সাথে মোকাবেলা করে আপনাকে সংগ্রহ করতে হবে প্রচুর গুপ্তধন।

শত্রুকে পরাস্থ কারার জন্য আপনি ব্যবহার করতে পারবেন বন্ধুকের গুলি আর গোলাবারুদ। গেমটি নিয়ন্ত্রণ করার জন্য থাকবে প্রধান ৩টি বাটন বাম, ডান বাটন এর সাথে থাকবে আরেকটি বাটন যেটা আপনি লাপানোর কাজে ব্যবহার করবেন।

একাদিক লেবেল সম্পর্ন্ন এই গেমস টির সব গুলা লেবেল এমন আর্কষণীয় ভাবে সাজানো হয়েছে যা আপনাকে মনোমোগ্ধ করার জন্য যতেষ্ট। সবশেষে আশা করি গেমটি অবশ্যই আপনার ভালো লাগবে।

ডাউনলোড লিংক:

প্লে স্টোরে গেমটির মূল্য বাংলাদেশি টাকায় ২৫০টাকা, আপনি যদি গেমটি প্লে স্টোর থেকে মূল্য পরিশোধ করে নিতে চান তাইলে আপনাকে সাধুবাদ জানাই। আর যদি ফ্রি নিতে চান তাইলে ফ্রি লিংক থেকে ডাউনলোড করে নিন।

প্লে স্টোর লিংক

ফ্রি লিংক :

Level 0

আমি কায়ছার হামিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস