আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা প্রায় সময় দেখি যে কিছু অ্যাপস ডাউনলোড করতে গেল ডাউনলোড বাটনের জায়গায় টাকার এমাউন্ট যুক্ত একটা বাটন থাকে মানে এই অ্যাপস টা ডাউনলোড করতে গেলে আপনাকে এই টাকা পরিশোধ করে তারপর ডাউনলোড করতে হবে। কেন এই অ্যাপস গুলা নিতে গেলে মূল্য পরিশোধ করা লাগে? মূলত অ্যাপস ডেপলাবাররা অ্যাপস তৈরী করে টাকা ইনকাম করার জন্য, সাধারণ ভাবে অ্যাপস এর মধ্যে এড বসিয়ে তারা টাকা ইনকাম করে। আপনি লক্ষ করলে দেখতে পাবেন আপনি যখন কোন একটা চালাবেন তখন যদি আপনার ফোনের ডাটাকানেকশন চালু থাকে তাইলে অ্যাপস এর উপরে নিচ ভিবিন্ন রকম এড শো করছে এগুলাই হলো অ্যাপস ডেপলাবারদের টাকা ইনকামের মাধ্যম কিন্তু যেসব অ্যাপস মূল্য পরিশোধ করে ডাউনলোড করে সেসব অ্যাপসে এই ধরনের কোন এড লাগানো থাকে না তাছাড়া ও পেইড অ্যাপস গুলা ফ্রি অ্যাপস এর থেকে বেশি ফিচার যুক্ত থাকে তাই এগুলা টাকা দিয়ে কিনে নিতে হয়। কিন্ত অ্যাপস এর মূল্য গুলা আপনি যেমন তেমন করে পরিশোধ করতে পারবেন না কারণ ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ছাড়া আপনি এখানে মূল্য পরিশোধ করতে পারবেন না। কিন্তু আমাদের কয় জনেরই বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে বলুন। তাই আপনাদের কথা চিন্তা করেই আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি অ্যাপস যেটা দিয়ে আপনি সরাসরি প্লে স্টো থেকে যে কোন পেইড অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করা যাক।
প্রথমে আপনাদের কে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য নিচে থেকে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
Latest Version
Older Version
বিঃদ্রঃ যাদের ফোনে Latest Version র্সাপোট করবে না তারা Older Version ইনস্টল করবেন।
তারপর অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটির ভাষা ইন্দোনিশিয়ান থাকলে সেটা ইংরেজি করে নিবেন। কিভাবে করবেন জানতে স্কিন শর্ট ফলো করুন।
১ম
২য়
৩য়
৪র্থ
এবার ভাষা পরির্বতন হয়ে গেলে আপনি চাইলে এই অ্যাপসে একটা একাউন্ট করে নিতে পারবেন, না করলে ও চলবে।
এবার আপনি প্লে স্টোরে যান এবং আপনার পছন্দ মত যেকোন একটি পেইড অ্যাপস খুঁজে বের করুন। তারপর অ্যাপসটির উপরে মেনু বাটনে ক্লিক করে Share বাটনে ক্লিক করুন।
তারপর আপনার সামনে নিচের মত একটা পপআপ মেনু আসবে সেখান থেকে Apptoko অ্যাপসটি তে ক্লিক করুন।
এখানে ক্লিক করার সাথে সাথে Apptoko অ্যাপস ওপেন হয়ে যাবে, এবং আপনি সেখানে ডাউনলোড বাটন দেখতে পাবেন। তারপর ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার কাঙ্কিত অ্যাপসটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।
এবার আবার প্লে স্টোরে জান তারপর Games ক্লিক করুন তারপর Premium ক্লিক করুন এবং ইচ্ছামত পেইড গেমস ডাউনলোড করুন আর উপভোগ করুন।
আশা করি আজকের এই টিউন আপনাদের অনেক উপকারে আসবে। কোথাও কোন সমস্যা হলে টিউমেন্ট বক্সে জানান। আর পরর্বতীতে কি নিয়ে টিউন চান সেটাও টিউমেন্ট করে জানানা। আপনাদের প্রয়োজন অনুযায়ী টিউন করার চেষ্টা করবো।
আমার অন্যান টিউন
আনলিমিটেড ফ্রি বিটকয়েন আয় করুন কোন কাজ না করে Read More ➤➤➤
আমি কায়ছার হামিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
download link astese na….direct link deoa jabe??or google drive link?