রনে বনে জলে জঙ্গলে, OTEEZY থাকুক সবসময় সঙ্গে

OTEEZY- Nearby Explorer একটি অ্যান্ড্রয়েড এপ্লিকেশন যা আপনাকে আপনার অবস্থানের উপর ভিত্তি করে আশেপাশের স্টোর, অফার অথবা কোন ইভেন্ট খুঁজে পেতে সাহায্য করবে। শধু তাই নয় আপনি OTEEZY এপ এ ঢুকে খুঁজার জন্য অত্যাধিক আলসে হলে OTEEZY ই আপনাকে নটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে আশেপাশে কোন স্টোর, অফার অথবা ইভেন্ট থাকলে।

সবাই কোন নতুন এলাকায় গেলে একটা কমন প্রবলেম ফেইস করি তা হলো দোকান খুঁজে না পাওয়া, হোক সেটা সেলুন অথবা বিকাশের দোকান, আপনাকে এই সমস্যা থেকে সহজেই সমাধান দিতে পারে, আপনার এইটুকু পরিশ্রম করতে হবে OTEEZY এপ এ ঢুকার পর আপনার ক্যাটেগরি থেকে আপনার কাঙ্ক্ষিত ক্যাটেগরি সিলেক্ট করুন বাকীটা OTEEZY এপ নিজেই করবে, আপনার নিকটস্থ  দোকান টি খুঁজে দিবে এবং ডিরেকশন দিবে আপনি চাইলে দোকানদারের সাথে লাইভ চ্যাট ও করতে পারেন।

 

কাস্টমারের করনীয়ঃ

১) গুগল প্লে-স্টোর থেকে OTEEZY- Nearby Explorer এপ টি ডাউনলোড করতে হবে।

https://play.google.com/store/apps/details?id=com.oteezy.apps.explorer

২) অতিরিক্ত ফিচার (চ্যাট) পেতে চাইলে রেজিস্টার অথবা লগ ইন করতে হবে।

 

কাস্টমার এর সুবিধাঃ.১) আশেপাশের স্টোর, অফার, ইভেন্ট দেখতে পারবে।

২) স্মার্ট সার্চ এর মাধ্যমে নির্দিষ্ট রেডিয়াসের মধ্যে সার্চ করতে পারবে।

৩) আশেপাশের ইউজার অথবা দোকান মালিকের সাথে রিয়েল টাইম চ্যাট করতে পারবে।

এছাড়াও রয়েছে ম্যাপ, ডিরেকশন, শেয়ার, নেয়ারবাই ইউজার ইত্যাদি।

Download

 

স্টোর মালিক এর করনীয়ঃ

১) https://oteezy.com এ গিয়ে একাউন্ট তৈরি করতে হবে।

২) স্টোর সেকশন থেকে এড স্টোর সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে স্টোর এড করতে হবে।

৩) আশেপাশের কাস্টমারের কাছে নোটিফিকেশন পাঠাতে পুশ সেকশনে গিয়ে নটিফিকেশন তৈরি করে পুশ করুন।

৪) নিয়মিত অফার/ইভেন্ট আপডেট করুন।

Visit

 

স্টোর মালিকের সুবিধাঃ

১) দ্রুত টারগেটেড কাস্টমারের কাছে পৌছাতে পারবেন।

২) কাস্টমারের সাথে রিয়েল টাইম চ্যাট করতে পারবেন।

৩) কাস্টমারের কাছে সরাসরি নটিফিকেশন পাঠাতে পারবেন।

৪) তার স্টোরের স্ট্যাটিস্টিক্স এনালাইসিস করতে পারবেন।

Create Store

Level 0

আমি রিফাত সিআর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

আমি রিফাত, পেশায় বেকার আদর করে বাস কনট্রাকটর মামা 'স্টুডেন্ট' বলে। আমি টেকনোলজি এবং ক্রিয়েটিভ জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করি। কেয়ারলেস এবং কনফিডেন্ট, ইন্টারেস্টেড ইনঃ মেশিন লার্নিং, ডি-সেন্ট্রালাইজড এপ, ব্লকচেইন এবং অবশ্যই পাইথন প্রোগ্রামিং।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস