আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?
আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো
আপনারা হয়ত টাইটেল দেখে বুঝে ফেলেছেন কি বলতে চাচ্ছি,
হ্যা, ঠিক এ ধরেছেন।
আজ আমি আপনাদের দেখাব,
Internet ছাড়াই কিভাবে google translate ইউজ করবেন
ইন্টারনেট ছাড়াই Google translate কিভাবে ব্যবহার করবেন?
ইন্টারনেট ছাড়াই Google translate ব্যবহার করতে চাইলে প্রথমে একটি অ্যাপতে ফ্রিতে আপনার মোবাইল ডিভাইসে ইন্সটল করে নিতে হবে।
Link: https://goo.gl/aMre4W
তারপর Open এ ক্লিক করে ওপেন করে নিবেন।
উপরে আপনার “Primary Language” ‘ English ‘ থাকবে,
আর নিচে Language you translate most often এ আপনি যেই ভাষায় Translate করতে চান সেই ভাষা দিবেন।
যদি English থেকে Bengali করতে চান, তাহলে নিচে Bengali দিবেন।
Translate offline এ টিক দেয়া না থাকলে টিক দিয়ে নিবেন,
আর টিক দেয়া থাকলে কিছু করা লাগবে না।
তারপর ডান এ ক্লিক করুন।
যদি ডাউনলোড শুরু হয় তাহলে অপেক্ষা করুন,
আর যদি ডাউনলোড শুরু না হয় তাহলে Offline Translate এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
নিচে আরো অনেক ভাষা পাবেন,
আপনার যা যা লাগবে ডাউনলোড করে নিবেন।
ডাউনলোড আইকন এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।
ডাউনলোড শেষ হলে আপনি Internet ছাড়াই Google Translate ইউজ করতে পারবেন।
আমি মুশফিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।