সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।
আমরা যারা মোবাইলে ফোন দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপস বানাই, শুধুমাত্র তাদের জন্য এই অ্যাপস। অ্যাপস টির নাম হলো Thunkable। আমরা Puffin ব্রউজার ব্যবহার করে Thunkable দিয়ে অ্যাপস বানাই। এখন আর ব্রউজার এর প্রয়োজন হবে না, এই অ্যাপস দিয়ে আপনি খুব সহজেই অ্যাপস বানাতে পারবেন।
Puffin ব্রউজার দিয়ে যেভাবে অ্যাপস বানিয়েছেন ঠিক সেই ভাবেই এই অ্যাপস দিয়েও অ্যান্ড্রয়েড অ্যাপস বানাতে পারবেন। প্রথমবার এই অ্যাপস টি লোড হতে একটু সময় লাগবে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কেনোনা প্রথমবার এই অ্যাপস টি Install করার পর Thunkable এ আপনার জিমেইল দিয়ে লগিন করতে হবে। এর পর থেকে অ্যাপস লোড হতে বেশি সময় নিবে না।
Thunkable
Size: 4.60 MB
যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক গ্রপ এ জয়েন করতে পারেন Tanvir Online
আমি জুয়েল মন্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।