বিকাশ অ্যাপ দিয়ে ১০ টাকা মোবাইল রিচর্জে ৫০ টাকা ফ্রী

জ্বী আজকে অনেকেই ভাবছেন হয় ত আমি পাগল হয়েছি নাকি! ১০০ টাকা তাও আবার ফ্রি? কিভাবে সম্ভব! জ্বি যাদের বিকাশ একাউন্ট আছে তারা সবাই ১০০ টাকা ফ্রিতে নিতে পারবেন, তবে তার অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। তবে যাদের আগে থেকে বিকাশ অ্যাপস এ একাউন্ট আছে তারা এই ১০০ টাকা পাবেন না। ১০০ টাকার মধ্যে ৫০+৫০ টাকা পাবেন। ৫০ টাকা সাথে সাথেই পাবেন। আর বাকি ৫০ টাকা রেফার করলে পাবেন।

তো চলুন বকর বকর না করে টিউন শুরু করি।

আপনার যা যা থাকা লাগবে,

  • ১: আপনার বিকাশ একাউন্ট/ বা একটা বিকাশ একাউন্ট
  • ২: অ্যান্ড্রয়েড ফোন
  • ৩: অ্যাপস ডাউনলোডের জন্য ফোনে মেগাবাইট মানে ইন্টারেনেট থাকতে হবে কম পক্ষে ১০০ এমবি।
  • ৪: ১৫ দিনের মধ্যে একটি ট্রানজেকশন ক্যাশআউট সেন্ড মানি মোবাইল রিচার্জ ইত্যাদি করুন। ১০ টাকা মোবাইল রিচার্জ করলেও হবে তাহলেই পেয়ে যাবেন 24 ঘন্টার মধ্যে 50 টাকা!

স্টেপ বাই স্টেপ কিভাবে কি করবেন সেটা এবার বলে দি।

সর্ব প্রথম আপনাকে এই লিংকে  ক্লিক করতে হবে

এই লিংক থেকে রেজিস্টার না করলে আপনি ৫০ টাকা পাবেন না। তাই এখান থেকেই রেজিস্টার করবেন।

এরপর লিংকে ঢুকে আপনার বিকাশ নাম্বার দিয়ে রেজিস্টেশন করতে হবে।

লিংকে ঢুকলে এরকম দেখতে পাবেন

এখানে বিকাশ নাম্বার দিয়ে I am not a robot এর পাশে ক্লিক করে ক্যাপচার পুরন করে I agree তে টিক চিহ্ন দিয়ে Submit  এ ক্লিক করবেন।

এরপর নিচের চিত্র দেখতে পারবেন

এবার গুগল প্লে স্টোর থেকে বিকাশ এপ টা ইনেস্টল করুন

এরপর  ইনেস্টশল শেষে এপ ওপেন করুন

 করে রেজিস্টার করে ফেলুন বিকাশ নাম্বার নাম ঠিকানা দিয়ে এবং পছন্দ মত পিন সিলেক্ট করুন। অবশ্যই উপরে লিংকে যেই বিকাশ নাম্বার দিয়ে Sing Up করলেন সেই নাম্বারই দিবেন কিন্তু।

তারপর নিচের মত ড্যাশ বোর্ড দেখতে পাবেন।

এবার বলবো কিভাবে ৫০ টাকা পাবেন। ৫০ টাকা পেতে হলে আপনাকে আপনার ফোন নাম্বারে আপনার বিকাশ একাউন্ট থেকে এই অ্যাপস ব্যবহার করে যে কোন পরিমান(টাকার) সেন্ড মানি / মোবাইল রিচার্জ/ পেমেন্ট করতে হবে। নাহলে টাকা পাবেন না। তাই সাথে সাথেই টাকা পেতে একাউন্ট খোলার পরই সেন্ড মানি / মোবাইল রিচার্জ/ পেমেন্ট যে কোন একটি করুন। তাহলেই টাকা পেয়ে যাবেন সাথে সাথে।

Level 0

আমি আমজাদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস