আপনার বিল্ডিং, দেওয়াল, ছাদের ইস্টিমিট করুন মোবাইল এপটিতে, ইট, বালু, সিমেট হিসাব করার যথার্থ এপ

আপনার বিল্ডিং, দেওয়াল, ছাদের ইস্টিমিট করুন মোবাইল এপটিতে, ইট, বালু, সিমেট হিসাব করার যথার্থ এপ।

এই এপটিতে আপনি যেসব বিল্ডিং, পাকা দালান বা ঘরের ইস্টিমিট করতে পারবেন, যেমন, ৪ রুমের একটি বিল্ডিং, রান্নাঘর, বাথরুম, ছোট হাউস, ইত্যাদি ইত্যাদি। এই এপটি দিয়ে আপনি যেকোন বিল্ডিং নির্মাণ কাজের জন্য ইট বালু, সিমেন্টের হিসাব নির্দিষ্ট অনুপাতে যথার্থ ভাবেই করতে পারবেন,
এই এপের কিছু বৈশিষ্ট তুলে ধরা হলঃ
১। আপনার দেওয়ালের জন্য কত পরিমাণ ইট, বালু, সিমেন্ট লাগবে।
২। দেওয়ালের প্লাস্টার করলে কত খরচ হবে। না করলে কি পরিমান মালামাল ও টাকা বেঁচে যাবে।
৩। ছাদ ও জলছাদের কি পরিমাণ মালামাল লাগবে বা কত টাকা খরচ হবে ইত্যাদি।
৪। পিলার, কলাম, স্ল্যাব, ছাদের কি পরিমান লোহা লাগবে তারও হিসাব করে নিতে পারেন।
৫। বিভিন্ন সাইজের ইটের মাপ প্রদান করে হিসাব করা যায়।
এপটির লিংক  INSTALL FROM PLAYSTOR
ব্যবহার বিধিঃ
১। প্রথমে আপনাকে ইটের মাপ প্রদান করতে হবে। আমাদের দেশে সাধারণত প্রচলিত ইটের মাপ বা সাইজ এপের ইনপূট লেভেলে দেওয়া আছে। এই মাপটি অবশ্যই ইঞ্চি তে দিতে হবে।
২। ইটের সাইজ দেওয়ার পর দেওয়ালে ইস্টিমিট করতে পারবেন দুইটি ফর্মূলার যেকোন একটিতে। প্রথমটি সিভিল ইঞ্জিনিয়ারিং ফর্মূলা ব্যবহার করা হয়েছে।
৩। তাঁরপর পিলার, বা কলামের, বা স্ল্যাবের হিসাব, ছাদের হিসাবে একই ফর্মূলা ব্যবহার করা হয়েছে।
৪। জলছাদের ইস্টিমিট হিসাব করার জন্য এখানে দৈর্ঘ্য প্রস্থ্য আর পুরুত্ব দিলেই আপনাকে ইস্টিমিট প্রদান করবে।
৫। মোট খরচ জানার জন্য আপনাকে প্রত্যেক ইটের ক্রয় মূল্য কত সেটা প্রদান করতে হবে, যেমন ধরুন একটা ইট ৭ টাকা, এভাবে এক বেগ সিমেন্ট (৫০ কিলো) এর মূল্য্‌, ১ সিএপটি বালুর দাম প্রদান করতে হবে, তাহলে আপনাকে মোট নির্মাণ খরচ প্রদর্শণ করবে।
সতর্কীকরণঃ এই এপ দিয়ে আপনি একটি বিল্ডিং মোট ইস্টিমিট যথার্থ ভাবে করতে পারবেন, সেইরকম কোন নিশ্চিয়তা, তবে মোটমোটি একটি বাস্তবসম্মত আইডিয়া পাবেন। এই এপটি একজন সিভিল ইঞ্জিনিয়ারের সহায়ক হতে পারে, কিন্তু কখনই বিকল্প হবেনা।

আমার এপটি ও পোস্টটি আপনাদের সামান্য উপকার হবে মনে হলে প্লেস্টোরে এপটিতে একটি ভালো রেটিং ও রিভিউ দিবেন। আরও উন্নত করা প্রয়োজন মনে হলে ৫* রেটিং দিয়ে আপনার মন্তব্য করূন এবং আমাদের উৎসাহ দিন। আপনাদের উৎসাহ পেলে আরও ভালো কিছু করবো কথা দিলাম, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন.

Level 2

আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস