যেকোনো কিছু নোট করুন “Notify Me” এপ দিয়ে

 

Download Notify Me - Notes, Todo, Reminder App

Notify Me হলো একটি সহজ এবং দ্রুত গতির নোট লেখার এপ। যা কিনা আপনাকে সময় মতো কাজের কথা মনে করিয়ে দিতেও প্রস্তত। এটি কে আপনার কাছে এক শব্দে যদি বলতে চাই যে এটা কী, তাহলে বলবো এটি হলো #Note #Todo #Checklist #Reminder #Notify এপ।
এক কথায় ছোট্ট সাইজের বড্ড কাজের এপ।
একটা সময় ছিলো যখন ছোট ছোট বিষয় টুকে রাখার জন্য নোট খাতা সব সময় পকেটে রাখতে হতো। কিন্তু এখন সময় বদলেছে, বদলেছে মানুষের কাজের ধরন এখন আর কাগজের নোট, কালি কলম সেই জামা প্যান্ট নষ্ট হওয়ার ঝুকি বয়ে বেড়াতে হয় না। মুঠোফোনেই সম্ভাব্য সব কাজ সেরে ফেলতে চাই আমরা।
আর সেই কাজ টা কে আরেকটু সহজ, আরেকটু রঙ্গীন, আরেকটু প্রাণ এনে দিতে ক্ষুদ্র প্রয়াস, একটি নোট এপ। যার নাম রাখা হয়েছে Notify Me.
এপ এর নাম Notify Me কেনো রাখা হয়েছে আইডিয়া করতে পারছেন?
এটি যেমন নোট এপ, আবার একি সাথে সঠিক সময়ে আপনাকে Notification দিয়ে মানে Notify করে আপনাকে নোট মনে করিয়ে দিতে পারে। আবার নোট টি মাত্র এক ক্লিকেই কপি করা যেতে পারে। কিংবা সহজেই শেয়ার করা যেতে পারে ফেসবুক, টুইটার, স্কাইপ, ইত্যাদিতে।

চলুন দেখে নেই এপ টা কী ভাবে কাজ করে।

 

 

 

নোট তৈরী করা খুবিই সহজ।
প্রথমে এপটির গোল, কমলা রঙ্গের যোগ বোতাম টিতে ক্লিক করে, একটি নোট এড করা যেতে পারে।

নোট এড সহজ রাখতে মাত্র দুটি বিষয়ে ভাগ করা হয়েছে
১/ শিরোনাম
২/ বর্ণনা
ব্যাস এ দুতো তথ্য ঘর পুরণ করে "Save" বোতাম চাপলেই নোট তৈরী হয়ে যাবে।

একটা লিস্ট নোটের ছবি

নোটে খুব সহজেই Todo, checklist তৈরী করারও সুযোগ রয়েছে। এপ এর যোগ বোতাম টিপে সুবিধা মতন টাইটেল দিন, যেমনঃ সাপ্তাহিক বাজার,
তারপর পাশে থাকা বুলেট পয়েন্ট বোতাম গুলো ব্যবহার করে খুব সহজেই লিস্ট নোট তৈরী করা যাবে।

 

 [রঙ্গিন নোট তৈরী]

চার পাঁচ টা কালারফুল নোট সহ All স্ক্রীন এর ছবি

এর জন্য একটি নোট পূর্ব থেকে তৈরী থাকলেই হবে। নোট টি কখনোও সাদা আবার কখনোও পূর্ব থেকেই রঙ্গীন হতে পারে। তবে আপনার পছন্দ মতো রং পরিবর্তন ও করতে পারবেন। যে নোট টির রং পরিবর্তন করতে চান,
-> সে নোট টি টাচ করুন
-> তারপর স্ক্রীনের ওপরে থাকা মেনু লিস্ট হতে "Color" আইটেম এ ক্লিক করুন
-> আপনার সামনে একটি ছোট ডায়ালগ বাক্স আসবে
-> এখানে "Pick Color for Title Text" হিসেবে আপনার নোট এর শিরোনাম লেখার রং নির্বাচন করুন
-> তারপর "Pick Color for Note Text" হিসেবে বিস্তারিত ঘরের লেখার রঙ নির্বাচন করুন
-> তারপর "Pick Color for Card View" হিসেবে নোটের ব্যাকগ্রাউন্ড রঙ নির্বাচন করুন
ব্যাস তারপর "OK" চাপলে স্ক্রীনের নিচের দিকে একটি বার্তা পবেন Color পরিবর্তন হয়েছে। এবার ব্যাকে গিয়ে উপভোগ করুন আপনার নতুন রঙের নোট।

 

Level 0

আমি Zulkarnine। Cyber Security Specialist বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস