হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আপনাদের সবার দোয়ায় খুব ভালো আছি। আজ আমি আপনাদের জন্য চরম একটা অ্যাপ নিয়ে চলে আসলাম। অ্যাপটি গতকাল PlayStore এ এসেছে যার নাম RockBD - Video Viral. এই অ্যাপটি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ফ্রিতে প্রমোট করতে সাহায্য করবে। যাদের ইউটিউব চ্যানেল আছে এবং যারা ভিউ বা সাবসক্রাইবার বাড়াতে চান তারা এই অ্যাপটিতে কাজ করতে পারেন। এখানে অনেকেই আপনার মতো নিজের চ্যানেলের ভিডিও শেয়ার করে।
আপনি যদি ভিউয়ার হোন তাহলে এই অ্যাপে অসংখ্য ভাইরাল ভিডিও পাবেন যেগুল একদম নতুন এবং হাই র্যাংকেড। বাংলা ছবি, গান, কার্টুন, টিউটোরিয়াল, হিন্দি মুভি, ট্রেইলার এবং আরো অনেক ভিডিও দেখতে পারবেন। আর আপনি যদি ইউটিউবার হোন তাহলে এই অ্যাপের সাহায্যে আপনি আপনার চ্যানেলর ভিডিও পাবলিশ করে আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন। অ্যাপটিতে অনেক ফিচার রয়েছে। বাংলাদেশে এটাই প্রথম অ্যাপ যেটি ফ্রিতে আপনার ভিডিও প্রমোট করার সুযোগ করে দিচ্ছে।
আপনার চ্যানেলের ভিডিও প্রমোট করার জন্য অবশ্যই আপনার একটা author account থাকতে হবে। অ্যাপটি ডাউনলোড করে registration করতে হবে এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে admin panel এ লগইন করে আপনার চ্যানেলের ভিডিও শেয়ার করতে হবে। যখন Admin আনার ভিডিও approve করবে তখন এই অ্যাপে আপনার ভিডিও গুলি শো করবে। আপনাদের সুবিধার্থে একটি ভিডিও টিউটোরিয়াল করা হয়েছে। টিউটোরিয়ালটি ফলো করুন।
admin panel: Login Here
তাহলে আর দেরি কেন? এখনি RockBD Download করে আপনার ভিডিও প্রমোট করা শুরু করে দিন।
আশা করি এই অ্যাপটি আপনাদের অনেক উপকারে আসবে। অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ।
আমি লিটন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।