আশাকরি সবাই ভাল আছেন। আজ আমি শেয়ার করব DBBL Nexus Pay Apps এর (A to Z) চলুন তাহলে শুরু করি। প্রথমে নিচের লিংক থেকে অ্যাপসটি ডাউনলোড করুন।
অ্যাপস ডাউনলোড লিংক : Nexus Pay
অ্যাপসটি ওপেন করে রেজিস্টশন করার পদ্ধতি দেখার জন্য নিচের ভিডিও টি দেখুন।
DBBL Nexus Pay Apps রেজিস্টেশন এবং কার্ড এড কারার পদ্ধতি।
Nexus Pay Apps এর সুবিধাসমুহ :
১. খুব সহজে মোবাইলে টাকা রিচাজ করা যায়।
২. সহজেই নিজের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়।
৩. সহজেই নিজের অ্যাকাউন্ট থেকে অন্য রকেট অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়।
৪. বিল পে এর মাধ্যমে কেডিট কার্ড, হাসপাতাল, রেস্টুরেন্ট এর বিল পরিশোধ করা যায়।
৫. অ্যাকাউন্টের টাকার পরিমান জানা যায়।
৬. লেনদেনের হিসাব দেখা যায়।
Nexus Pay Apps এর অসুবিধাসমুহ :
অসুবিধা নাই বলেলই চলে তবে, অন্য ব্যংক এর কার্ড এড করলে ঐ টাকা রয়েলিটি কার্ডে যোগ হয় যা দিয়ে শুধুমাত্র কেনাকাটা করা ছাড়া আর তোলা যায় না।
সুবিধাসমুহ ও অসুবিধাসমুহ ভালভাবে বুজতে দখেতে নিচের ভিডিও টি দেখুন।
Nexus Pay Apps এর সুবিধাসমুহ ও অসুবিধাসমুহ।
Nexus Pay Apps এর ব্যবহার দেখতে নিচের ভিডিও টি দেখুন।
Nexus Pay Apps এর ব্যবহার (মোবাইলে টাকা রচিাজ, অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো, লনেদনেরে হসিাব দখো)
আমি মো মনজুর মোরশেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।