যে কোন ভাষার শব্দ শেখার বা খোঁজার ক্ষেত্রে বলেন ডিকশনারির কোন বিকল্প নেই বলল্লেই চলে। আমাদের নিকট স্মার্টফোনের বদৌলতে ডিকশনারি এখন হাতের মুঠোয়। প্রতিদিনই আমাদের কোন না কোন কারণে ডিকশনারির প্রয়োজন হয়ে থাকে। প্রচলিত ও সহজ কিছু শব্দের অর্থ আমরা সহজেই ভুলে যাই মনে হয় সামান্য একটু দেখতে পারলেই মনে হবে। এই অ্যাপস এ আপনাদের প্রয়োজনীয় সকল শব্দ খুঁজে পাবেন। আপনাদের দৈনন্দিন সকল ক্ষেত্রে প্রয়োজন পরে এমন শব্দগুলো খুঁজে পাবেন আপনি খুব সহজেই। আমরা অনেকে অনেক ডিকশনারি ব্যবহার করেথাকি। কিন্তু আশানোরোপভাবে আমাদের চাহিদা পূরণ করতে পারে না। এইজন্য অনেকে আবার একসাথে কয়েকটি ডিকশনারি বব্যহার করে থাকি। এই অ্যাপসের মাধ্যমে আপনি ইংরেজি এবং বাংলা উভয় শব্দই অনুসন্ধান করতে পারেন। আপনি ইন্টারনেট ছাড়াই এই অভিধানটি ব্যবহার করতে পারেন। এতে অটোসাজেশন আছে এতে করে আপনার পুরো শব্দ টাইপ করতে হবে না।
ডিকশনারির বৈশিষ্ট্য:
• বাংলা থেকে ইংরেজী
• ইংরেজি থেকে বাংলা
• কোন ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই
• ওয়েব থেকে অনুসন্ধান করবে
• শব্দ শেয়ার করতে পারবেন
• অটো পরামর্শ দেবে
• এবংকি ভয়েস অনুসন্ধানের মাধ্যমে করতে পারবেন
• অ্যান্টোনিস (বিপরীত শব্দ) আছে
• ক্রিয়াপদ প্রতিশব্দ
• ব্যাকআপ এবং পুনঃস্থাপন করতে পারবেন
• এতে শব্দ খেলা আছে
• শব্দ কপি করতে পারবেন
নোটঃ অ্যাপসে কোন বিজ্ঞাপণ থাকবে না
English Bangla Dictionary ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করেন
আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student