সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে হাজির হলাম। সবাই আমারা ক্রিকেট পছন্দ করি। খেলা দেখার জন্য সব সময় টিভির পাশে থাকা সম্ভব নয়। সেজন্য প্লে স্টোরে অনেক প্রকার Live Cricket Score দেখার জন্য অ্যাপ আছে যেমন Cricbuzz. আজ আমি এমনই একটি সুন্দর অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এই অ্যাপটির নাম CrickBoss এবং এটি আজকেই প্লে-স্টোরে এসেছে। এই অ্যাপটি দ্বারা আপনি লাইভ স্কোর দেকতে পারবেন। কোন প্লেয়ার কত রান করছে, কার পজিশন কোথায়? এমন অনেক তথ্য পাবেন full scoreboard এ।
চলুন কথা না বাড়িয়ে আগে এই অ্যাপটির কিছু ছবি দেখে নেয়া যাকঃ
কি দেখলেন তো এই অ্যাপটিতে কি কি ফিচার আছে? আশা করি অ্যাপটি আপনাদের কাজে লাগবে। এই অ্যাপটি অনেক ফাস্ট লোডিং নেয়। আমি নিজেই এই অ্যাপটির প্রেমে পড়ে গেছি। যদি আপনার কাছে অ্যাপটি ভালো মনে হয় তাহলে এখনই নিচের লিংকে ক্লিক করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
অবশ্যই অ্যাপটিতে আপনার মূল্যবান রেটিং দিবেন। তাহলে হয়তো ডেভেলপার এই অ্যাপটিকে আরো উন্নত করার চেষ্টা করবে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের টিউনে।
আমি লিটন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।