আজ আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে। আজ আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দিব এটি অত্যন্ত ভালো একটি অ্যাপ। এই অ্যাপটি ব্যবহার করে আপনি অনেক কিছু শিখতে সক্ষম হবেন। অনেকেই আছেন web design, programing, wordpress theme development, css, html, java, python, hacking, php, mysql, android studio, learning english, business plan, game development, jquery, computer science, android, iphone, apple ইত্যাদি শিখতে, জানতে ইচ্ছুক। আর এই অ্যাপটি তাদের জন্য পারফেক্ট।
এই অ্যাপটি ব্যবহার করে আপনি অজানা অনেক তথ্য বা শিক্ষা নিতে পারেন। অ্যাপটি সম্পূর্ণ ফ্রি। আর আজই এই অ্যাপটি প্লে স্টোরে পাবলিশ হয়েছে।
চলুন কয়েকটি ছবি দেখে নেয়া যাকঃ
এবার হয়তোবা বুঝতে পারছেন এই অ্যাপটি কতটা উপকারে আসতে পারে। এখন আর কোন বড় ভাই কিংবা ছোট ভাইয়ের কাচে সাহায্য চাইতে হবে না। যা সাহায্য দরকার এই অ্যাপ থেকেই পাবেন। এই অ্যাপটি রেগুলার ব্যবহার করুন তাহলে হয়তোবা ভালো কিছু শিখতে পারবেন এবং অন্যদের দেখিয়ে দিতে পারবেন।
তাহলে আর দেরি কেন? এখনি নিচের লিংকে ক্লিক করে প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
আমার এই টিউন টি যদি আপনাদের একটুও উপকারে আসে তাহলে অবশ্যই আপনার মন্তব্য দিবেন। ধন্যবাদ।
আমি লিটন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।