দেড় মিলিয়ন ইউজার হওয়ায় Shareit এর নতুন আপডেট করলেই পাবেন ফ্রি মোবাইল রিচার্জ Iphone X এবং Redmi note 5

Shareit এর ১.৫ মিলিয়ন ইউজার হওয়ার কারণে অ্যাডমিন একটা গিভওয়ের ব্যবস্থা করছে। আপনারা সেখানে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন ফ্রি মোবাইল রিচার্জ সহ আরও iPhone x এবং Redmi note 5 মোবাইল ফোন। তো আপনি এই গিভওয়েতে অংশ গ্রহণ করে আপনার ভাগ্যকে যাচাই করে দেখতে পারেন। যদি পেয়ে যান বলা যায় না কার ভাগ্যে কি রয়েছে। তো চলুন বেশি কথা বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক।

১.এই Giveaway তে অংশগ্রহণ করতে চাইলে প্রথমে আপনার
Shareit অ্যাপটিকে আপডেট দিতে হবে এবং Shareit আপনাকে আপনার নাম্বার বা ফেসবুক আইডি দিয়ে লগিন বা রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনারা playstore গিয়ে শেয়ারিট লিখে সার্চ দিয়ে আপডেট দিয়ে নিবেন।
না বোঝলে screenshot ফলো করুন.
২.তারপর Shareit অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর নিচের দেখানো মত অপশন মেনুতে ক্লিক করুন।

৩.তারপর নিচের মত লেখা দেখাবে login for coin এর উপর ক্লিক করুন।

৪.এরপর লগিন করার ২ টা অপশন আসবে আপনারা নাম্বার দিয়ে লগিন করবেন কারণ যেহেতু Giveway তে মোবাইল রিচার্জ সিস্টেম রয়েছে তাই আমি বলব আপনারা নাম্বার দিয়ে লগিন করুন। নাম্বার দিয়ে লগিন করতে নিচের দোখানো জায়গার উপর ক্লিক করুন। >

৫.এরপর আপনার নাম্বারটি দিবেন ০ বাদে দিয়ে Sent লেখার উপর ক্লিক করবেন। তারপর আপনার নাম্বারে একটা কোড যাবে কোডটি দেখুন sent লেখার পাশে verification code ফাকা জায়গা আছে সেখানে বসায় দিয়ে login লেখার উপর ক্লিক করুন। তারপর আপনার অ্যাকাউন্ট খোলার কাজ শেষ।

৬.তারপর শেয়ারিট এর কাজ শেষ এখন আপনারা নিচের দেয়া লিংক এর উপর ক্লিক করে Chorme ব্রাউজার দিয়ে ওপেন করুন। ওপেন করার পর নিচের মত পেজ আসবে সেখানে enter now লেখার উপর ক্লিক করুন।
এখানে ক্লিক করুন
৭.তারপর নিচের মত একটা পেজ আসবে এবং সেখানে invite কোড চাবে। এখন ইনভাইট কোড কই পাবেন। দেখুন আমি দিয়ে দিছি স্ক্রিনশর্টে সেটা ওখানে দিবেন দিয়ে Enter লেখার উপর ক্লিক করবেন। মনে রাখবেন এই invite কোড দিলে আপনারা ফ্রিতে ১-২ বার Giveaway তে অংশগ্রহন করতে পারবেন। মানে invite কোডটি ব্যবহার করলে ২ বার চান্স পাবেন অংশগ্রহন করার ইউজ না করলে পারবেন না। এখন ইউজ করবেন কি করবেন না সেটা আপনার বেপার। ৭.Invite code:GDDGME

এরপর নিচের মত পেজ আসবে সেখানে আপনাকে স্পিন করতে হবে। মানে আপনি আগে দেখে নিবেন চপনার কয়টা চান্স আছে যতটা আছে আপনি ততবার অংশগ্রহন করতে পারবেন। তো এখানে আপনি go লেখার উপর ক্লিক করুন তারপর চাকাটি একটু ঘুরবে ঘুরে যেখানে গিয়ে থামবে সেটা আপনি win করবেন। আপনার ভাগ্য ভালো হলে Iphone বা Redmi ফোনটা পাইতে পারেনযদি পেয়ে থাকেন তাহলে কিভাবে পুরুস্কার টি পাবেন তারা আপনাকে জানায় দিবে।

ধন্যবাদ পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ভাল লাগলে অবশ্যই জুস বাটনে ক্লিক করবেন৷।

Level 0

আমি মাহমুদুল হাসান। Honours, Student বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি মাহমুদুল হাসান বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে অদ্যয়নরত আছি। প্রযুক্তি বিষয়ে জানার আগ্রহ আমার ব্যাপক ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস