অ্যাপস টি প্লে স্টোরে টপ ১ ফটোগ্রাফি তে আছে, তো এটাকে সেরা বলাই যায়।
তো আর কথা নয় চলুন শুরু করি
সুবিধা :
১.অ্যাপসটির সাইজ মাত্র ২৩ এমবি+ এর মতো, তাই এটা
অন্যান্য ফটো ইডিটরের মতো আপনার ফোনে কোন
চাপ ফেলবে না।
২.অ্যাপস টির মাধ্যমে আপনি ফটো এবং ভিডিও দুটোই
করতে পারেন।
৩.ফটো HDR করে তুলতে পারেন।
কাজ :
১.আপনার ছবি তে নানা রকম ইফেক্ট দিতে পারবেন।
২.ছবিতে নানারকম পেইন্টিং করতে পারেন।
৩.ছবি দুটো করতে পারেন।
৪.ছবিতে Rain ইফেক্ট দিতে পারেন তাতে আপনার
মনে হবে আপনি বৃষ্টিতে ছবি তুলছেন।
৫.snow ইফেক্ট দিতে পারেন।
৫.ছবি ছোট করে তুলতে পারেন।
৬.ছবি টার্গেট লাইটের ইফেক্ট দিতে পারেন তাতে মনে
হবে আপনি কাউকে টার্গেট করে ছবি তুলছেন।
৭. ছবিতে নাইট মোড দিতে পারেন।
এখন কিছু স্ক্রিনশট দেখুন।
আমি আব্দুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।