কেমন আছেন সবাই… আশা করি অনেক অনেক ভালই আছেন। আমিও ভাল আছি…
ফেসবুকে তো সবসময় চ্যাটিং করি বা করেন। কখনও লিখে কখনও বা পিকচারে অথবা ইমোজিতে। কিন্তু কখনও কি Sound Effect দিয়ে আপনার মনের ভাব প্রকাশ করেছেন.? যদি উত্তরটা না হয়, তাহলে সামনে যাই_
প্রথমে Play Store থেকে Apps টা Install করে নিন।
Apps link : https://play.google.com/store/apps/details?id=com.facebook.soundclips
Sound Clip for Messenger
Apps টি Open করার পরই আপনি দেখতে পারবেন কয়েকটা কেটাগরি আছে। এখান থেকে আপনার পছন্দমতো বাচাই করে নিন।
এখন যেকোন একটা Sound এ ক্লিক করে শুনতে পারবেন এবং Send বাটনে ক্লিক করে Send করুন।
এভাবে আপনি সাউন্ড দিয়ে ইচ্ছামত চ্যাট করতে থাকুন। আশা করি ভাল লাগবে & ভাল লাগতেই হবে।
টিউনা যদি ভালোলাগে তাহলে আমার এই Youtube Channel টাতে গুরে আসবেন আর Subscribe করবেন তাহলেই আমার যথেষ্ট হবে
https://www.youtube.com/channel/UCH89jhS23aM_sZoJ1a1nyig
আমি আকাশ মন্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।