আশা করি সবাই ভাল আছেন। এই টিউনে আমি একটি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট অ্যান্ড্রয়েড অ্যাপের ব্যাপারে বিস্তারিত বলব যেটা বাংলাদেশে তৈরি করা হয়েছে।
অ্যাপটির নাম Zyrian (জিরিয়ান)। Zyrian অ্যাপের মাধ্যমে আপনি আপনার ডিভাইসের বিভিন্ন প্রয়োজনীয় কাজ কথা বলার মাধ্যমে খুব সহজেই করতে পারবেন।
Zyrian Play store Link: https://play.google.com/store/apps/details?id=com.mubeendroid.zyrian
Zyrian official website: http://www.mubeendroid.com/zyrian
Zyrian on Youtube: https://www.youtube.com/channel/UCxmzqtCAjRhDMyoxQ1eMskg
Zyrian official Facebook group: https://www.facebook.com/groups/zyriancommunity
Zyrian official facebook page: https://www.facebook.com/ZyrianApp
Zyrian official email: [email protected]
Zyrian কি কি কাজ করতে পারবে সেটা নিচে বিস্তারিত লিখছি।
১) কল করাঃ Zyrian অ্যাপের মাধ্যমে আপনি কথা বলার মাধ্যমে যে কাউকে কল করতে পারবেন। নাম্বার অথবা ডিভাইসে সেভ করা যে কোন কন্টাক্ট কে কল করা যাবে। Zyrian লক স্ক্রীন থেকেও কাজ করবে। তাই আপনি ডিভাইস আনলক না করেও Zyrian এর মাধ্যমে সরাসরি যে কাউকে কল করতে পারবেন।
২) ওয়েবসাইট ব্রাউজ করাঃ Zyrian কে আপনি ওয়েবসাইটের নাম বললে Zyrian ওয়েবসাইটটি ডিভাইসের ডিফল্ট ওয়েব ব্রাউজারে ওপেন করে দেখাবে। পরবর্তী ভার্সনে Zyrian এর মধ্যে বিল্ট ইন ওয়েব ব্রাউজার থাকবে।
৩) Wi-Fi অন-অফ করাঃ Zyrian কে আপনি মুখে নির্দেশ দিয়ে ডিভাইসের Wi-Fi অন-অফ করতে পারবেন।
৪) Bluetooth অন-অফ করাঃ Zyrian কে আপনি মুখে নির্দেশ দিয়ে ডিভাইসের Bluetooth অন-অফ করতে পারবেন।
৫) Flashlight অন-অফ করাঃ Zyrian কে আপনি মুখে নির্দেশ দিয়ে ডিভাইসের Flashlight অন-অফ করতে পারবেন।
৬) স্ক্রীন ব্রাইটনেস কন্ট্রোলঃ Zyrian এর মাধ্যমে আপনি আপনার ডিভাইসের স্ক্রীন ব্রাইটনেস বাড়াতে এবং কমাতে পারবেন করতে পারবেন।
৭) সার্চঃ Zyrian কে আপনি কোন লেখা সার্চ করতে বললে Zyrian সেটা গুগলে সার্চ করে আপনার ডিভাইসের ডিফল্ট ওয়েব ব্রাউজারে দেখাবে।
৮) ই-মেইলঃ Zyrian এর মাধ্যমে আপনি খুব সহজেই মুখে কথা বলার মাধ্যমে ই-মেইল পাঠাতে পারবেন। কিছু অ্যাসিস্ট্যান্ট অ্যাপে দেখা যায় যে আপনাকে একবারে পুরো ই-মেইল টা বলতে হয় ই-মেইল পাঠানোর জন্য। Zyrian এর ক্ষেত্রে এই সমস্যাটা নেই। কারন Zyrian একটা উইন্ডো তে আপনার ই-মেইলের সাব্জেক্ট, মেসেজ ইত্যাদি দেখাবে এবং আপনি সেটা মুখের কথায় চেঞ্জ ও করতে পারবেন। আপনি কনফার্ম করার পর Zyrian ই-মেইল টি পাঠাবে।
৯) এসএমএসঃ Zyrian অ্যাপের মাধ্যমে আপনি এসএমএস করতে পারবেন।
১০) রিয়াল টাইম টেক্সট রিকগনিশনঃ আপনার ডিভাইসের ক্যামেরা কোন ইংরেজী লেখার উপর ধরলে Zyrian সেটা আপনাকে টেক্সট হিসেবে দেখাবে। ডিভাইসে সেভ করে রাখা কোন ইমেজ থেকেও Zyrian টেক্সট চিনতে পারবে। এখানে রিয়াল টাইম বলতে বোঝানো হচ্ছে যে এই কাজটা করতে কোন লোডিং এর দরকার হবে না। অর্থাৎ সাথে সাথে এই ফিচারটি কাজ করবে। ক্যামেরা অথবা ইমেজ থেকে যে টেক্সট আসবে সেটা Zyrian পড়ে শুনাতে পারবে, কপি করতে পারবে এবং ডিভাইসে সেভও করে রাখতে পারবে।
১১) ক্যালকুলেশনঃ Zyrian অ্যাপের মাধ্যমে আপনি মুখে বলে যোগ, বিয়োগ, গুণ, ভাগের কাজগুলো খুব সহজেই করতে পারবেন। পরবর্তী ভার্সনে আরো কমপ্লেক্স ক্যালকুলেশনের ফিচার অ্যাড করা হবে। আপনি পূর্বের ফলাফলের সাথে আবার ক্যালকুলেশন করতে পারবেন। তাই যা কোন বড় এক্সপ্রেশন সহজেই সমাধান করা যাবে Zyrian এর সাহায্যে।
১২) ডিভাইসের ইন্সটল্ড অ্যাপ ওপেন করাঃ আপনার ডিভাইসে ইন্সটল করা যা কোন অ্যাপ আপনি Zyrian এর মাধ্যমে ওপেন করতে পারবেন।
১৩) ভয়েস কন্ট্রোল্ড মিউজিক প্লেয়ারঃ Zyrian এর মধ্যে রয়েছে বিল্ট ইন মিউজিক প্লেয়ার যেটা কথা বলার মাধ্যমে নিয়ন্ত্রন করা যায়। আপনি মিউজিক প্লেয়ারটি ওপেন করে গানের নাম বলবে গান বাজা শুরু হবে। আপনি গান ১ মিনিট টেনে শুনতে চাইলে সেটাও করতে পারবেন। এছাড়া ভলিউম বারানো, কমানো, পরবর্তী গান, পূর্বের গান সব কিছুই কথা বলার মাধ্যমে করতে পারবেন। এই ফিচারটা পরবর্তী ভার্সন গুলোতে আরো উন্নত করা হবে।
১৪) জোক্সঃ Zyrian কে জোক্স অর্থাৎ কৌতুক বলতে বললে Zyrian আপনাকে কৌতুক পড়ে শুনাবে।
১৫) ডিভাইস ভলিউমঃ Zyrian আপনার ডিভাইসের ভলিউম বারাতে বা কমাতে সাহায্য করবে। অ্যান্ড্রয়েড ডিভাইসে সাধারনত বিভিন্ন ধরনের ভলিউম থাকে যেমন রিংটোন ভলিউম, মিডিয়া ভলিউম ইত্যাদি। এসব কিছুই কন্ট্রোল করা যাবে Zyrian এর মাধ্যমে।
১৬) টাইম এবং ডেটঃ বর্তমান সময় এবং তারিখ Zyrian অ্যাপের মাধ্যমে জানা যাবে।
১৭) ওয়ালপেপারঃ Zyrian অ্যাপের মাধ্যমে আপনার ডিভাইসের হোম স্ক্রীন ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন।
১৮) রিমাইন্ডারঃ আপনি কথা বলার মাধ্যমে Zyrian অ্যাপের মধ্যে বিভিন্ন তথ্য রিমাইন্ডার হিসেবে সেভ করে রাখতে পারবেন এবং পরে সেটা দেখতে পারবেন। পরবর্তী ভার্সনে রিমাইন্ডারের মধ্যে অ্যালার্ম অপশন যোগ করা হবে।
১৯) ডিভাইস ইনফরমেশনঃ Zyrian অ্যাপের মাধ্যমে আপনার ডিভাইসের সব ইনফরমেশন যেমন অ্যান্ড্রয়েড ভার্সন, বিল্ড নাম্বার ইত্যাদি দেখতে পারবেন।
২০) লোকেশনঃ আপনি বর্তমানে কোন জায়গায় আছেন সেই জায়গার নাম Zyrian এর মাধ্যমে দেখতে পারবেন।
২১) মেমরী ইনফরমেশনঃ আপনার ডিভাইসের র্যাম, রম ইত্যাদি ইনফরমেশন Zyrian এর মাধ্যমে দেখতে পারবেন।
২২) অ্যাপ ইনফরমেশনঃ আপনার ডিভাইসে ইন্সটল করা সব অ্যাপের ইনফরমেশন যেমন অ্যাপ ভার্সন, ভার্সন কোড ইত্যাদি দেখতে পারবেন Zyrian এর মাধ্যমে।
২৩) ব্যাটারী ইনফরমেশনঃ ডিভাইসের ব্যাটারীর বিস্তারিত তথ্য দেখা যাবে Zyrian এর মাধ্যমে।
২৪) নেটওয়ার্ক ইনফরমেশনঃ ডিভাইসের সিম এবং নেটওয়ার্কের বিস্তারিত তথ্য দেখা যাবে Zyrian এর মাধ্যমে।
২৫) টেক্সট রিডারঃ Zyrian এর মধ্যে যে কোন লেখা টাইপ করলে বা কপি করে পেস্ট করলে Zyrian সেই লেখা আপনাকে পড়ে শুনাবে।
২৬) টেক্সট টাইপারঃ Zyrian এর মাধ্যমে আপনি কথা বলে যে কোন লেখা টাইপ করতে পারবেন। সেই লেখা সেভ অথবা কপি করতে পারবেন।
২৭) কথা বলাঃ আপনি Zyrian কে দিয়ে আপনার ইচ্ছা মত যে কোন কথা বলাতে পারবেন। যেমন আপনি “say Bangladesh” বললে Zyrian Bangladesh বলবে।
Zyrian Android 4.4 KitKat এবং এর উপরের ভার্সনের সাপোর্ট করবে। Zyrian অফলাইন এবং অনলাইন ২ ভাবেই কাজ করবে। অনলাইনে একটু দ্রুত কাজ করবে। অফলাইনে Zyrian আপনার সাথে গল্প করতে পারবে না। Zyrian এর সাথে গল্প করার জন্য নেট কানেকশন অন থাকা লাগবে। কিন্তু Zyrian খুব বেশি নেট খরচ করে না। আমি ৫-৬ ঘন্টা Zyrian কে চালিয়ে দেখেছি মাত্র ৬০ কিলোবাইটের মত নেট Zyrian খরচ করেছে। তাই আমি রিকমেন্ড করব অনলাইনে Zyrian ইউস করার জন্য।
Zyrian এর সাথে গল্প করার সময় প্রথমে Zyrian অনেক কথা বুঝবে না। কিন্তু মেশিন লার্নিং এর মাধ্যমে খুব দ্রুত কথা গুলো শিখে যাবে। তাই Zyrian এর সাথে গল্প করার সময় হতাশ হওয়ার কিছু নেই।
Zyrian এর সাইজ মাত্র ১২ মেগাবাইট। Zyrian বাংলা সাপোর্ট করবে না। Zyrian এর আর্কিটেকচার ভিন্ন হওয়ায় Zyrian এর মধ্যে বাংলা সাপোর্ট দাওয়া যাচ্ছে না। কিছুদিন পর একটা বাংলা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট অ্যাপ বানানোর ইচ্ছা আছে।
Zyrian অ্যাপ প্রচুর কাজ করতে পারে। এসব কাজ করার জন্য Zyrian এর অনেক পার্মিশন দরকার। অ্যান্ড্রয়েড ভার্সন ৬ থেকে উপরের ভার্সন গুলোতে কিছু পার্মিশন অ্যাপ চলার সময় ইউজার কে গ্র্যান্ট করতে হয়। অন্যান্য অ্যাপের মত Zyrian প্রথমেই সব পার্মিশন গ্র্যান্ট করতে বলবে না। Zyrian এর যখন যেই পার্মিশন প্রয়োজন তখনি সেটা আপনার কাছে চাইবে। আপনি চাইলে পার্মিশন গ্র্যান্ট নাও করতে পারেন। তবে পার্মিশন ছাড়া কিছু ফিচার কাজ করবে না। Zyrian এর পার্মিশন ইউজার কন্ট্রোল করতে পারবেন যে কারনে Zyrian একটি ফুলি সিকিউরড অ্যাপ।
Zyrian অনেক বড় একটি অ্যাপ। অ্যাপটি আমি একা ডেভেলপ করেছি। এর সাথে ওয়েবসাইট ডেভেলপ করা, Zyrian এর ভিডিও বানানো, অফিশিয়াল ফেসবুক পেজ বানানো, অ্যাপের জন্য বিভিন্ন আইকন ডিজাইন করা আরো অনেক কাজ করতে হয়েছে। এতো কাজ আমি একা করেছি। এতো বড় একটি অ্যাপ একা বানানোর কারনে অ্যাপের মধ্যে অনেক বাগ থেকে গিয়েছে। কোড এতোটাই কমপ্লেক্স হয়ে গিয়েছিল যে বাগ বের করা সম্ভব হচ্ছিল না। এছাড়া বিভিন্ন অ্যান্ড্রয়েড ভার্সন, বিভিন্ন ডিভাইস মডেল অনুযায়ী বিভিন্ন রকম বাগ হতে পারে। তাই ইউজারদের উপরই এই দায়িত্ব দিয়ে দিলাম। প্রথম কিছুদিন আপনারা Zyrian এ বাগ পাবেন। (বাগ মানে হচ্ছে অ্যাপের মধ্যে কোন ভুল থাকা বা অ্যাপ ঠিক ভাবে কাজ না করা) যখন যেই বাগ পাবেন প্লীজ আমাকে ই-মেইল অথবা ফেসবুকের মাধ্যমে জানাবেন। [email protected] এখানে মেইল করে আপনাদের মতামত, বাগ ফিক্সিং, সাজেশন ইত্যাদি আমাকে জানাতে পারবেন। এছাড়া আপনার পছন্দের কোন ফিচার থাকলে সেটাও আমাকে জানাতে পারেন। আপনাদের ইউজার এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে দ্রুত Zyrian আপডেট হতে থাকবে এবং আরো অনেক ফিচার অ্যাড হতে থাকবে।
আশা করি অ্যাপটি আপনাদের ভাল লাগবে। সবার যেন উপকার হয় এজন্যই Zyrian কে তৈরী করা। আমরা বাংলাদেশীরাও যে ভাল অ্যাপ বানাতে পারি সেটা প্রমান করার জন্যই এতো কষ্ট করে অ্যাপ বানানো। আশা করি আপনারা Zyrian কে সাপোর্ট করবেন, সকলের সাথে শেয়ার করবেন এবং অ্যাপের ব্যাপারে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।
Zyrian Play store Link: https://play.google.com/store/apps/details?id=com.mubeendroid.zyrian
Zyrian official website: http://www.mubeendroid.com/zyrian
Zyrian on Youtube: https://www.youtube.com/channel/UCxmzqtCAjRhDMyoxQ1eMskg
Zyrian official Facebook group: https://www.facebook.com/groups/zyriancommunity
Zyrian official facebook page: https://www.facebook.com/ZyrianApp
Zyrian official email: [email protected]
Email: [email protected]
আমি মুবীন উল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I live in a dream...