Musical.ly কি? জানা প্রয়োজন [পর্ব ২]
ইদানীং ফেসবুকে প্রায়ই এই অ্যাপ সম্পর্কে কথা বলতে দেখা যায়; কেউ কেউ post দেয়, আমরা সেগুলোয় চোখ বুলাই আবার দেখি কে কি বলেছে। ফেসবুকে টুকটাক দেখলেও আসলে এই Musical.ly জিনিস টা কি? কি এর কাজ? কেন মানুষ ব্যবহার করে? কেন আবার কিছু কিছু মানুষ ট্রল করে? সেগুলো জানাতেই আজকের টিউন।
Musical.ly :
এটি Chinese সৌশল নেটওয়ার্ক অ্যাপ যা দিয়ে লাইভ ভিডিও ব্রডকাস্টিং এবং শর্ট টাইম ভিডিও তৈরী করা যায়। লাইভ ব্রডকাস্ট ও ভিডিও রেকর্ডের সময় বিভিন্ন ধরনের সাউন্ড ও মিউজিক যোগ করা যায় এবং তা টিউন করা যায়।
এটি এত জনপ্রিয় হয়ে উঠলো কেন?
musical.ly এর Muser রা (musical.ly ব্যবহারকারীরা) চাইলে remuse করতে পারে যা এটার সবচেয়ে আকর্ষণীয় দিক। এখন remuse কি? remuse হলো অন্য ব্যক্তির কথার শব্দ নিজের ভিডিও তে বসানো। মানে শব্দ টা অন্য ব্যক্তির কিন্তু আপনি সেই শব্দের সঙ্গে মুখ মেলাচ্ছেন। সেই শব্দ কোনো বিখ্যাত গানেরও হতে পারে।
অ্যাপ টির মূল আকর্ষণ remuse, live video broadcasting আর social networking। ব্যবহারকারী দের মধ্যে যোগাযোগের জন্য "Ask a Question" ও "Duet" রয়েছে যা জনপ্রিয়তা লাভ করেছে।
এটি এখন ভাইরাল হওয়া একটি অ্যাপ এবং খুব দ্রুতই ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ২০১৭ সালের মে মাসের শেষে অ্যাপ টির ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ২০০ মিলিয়ন বা ২০ কোটি। ২০১৮ তে এসেও এর ব্যবহারকারীর সংখ্যা কমেনি বরং মারাত্মক হারে বাড়ছে। উল্লেখ্য ৭ই নভেম্বর, ২০১৭ তে Bytedance Technology Co. ১ বিলিয়ন $ দিয়ে musical.ly কে কিনে নেয়।
musical.ly এর নেতিবাচক দিক :
অনেকেই musical.ly কে পছন্দ করেন না ; ব্যবহারকারী দের অতি অদ্ভুত মুখভঙ্গি একটা কারণ হিসেবে চিহ্নিত করা যায়। এছাড়া এটার প্রতি আশক্তি আশংকাজনক, অবশ্য প্রযুক্তিময় দুনিয়ায় আজ আমরা কেউই কি আশক্তি থেকে বাদ আছি? হয় টিভি, নয় মোবাইল, নয়তো কম্পিউটার। সবই তো গ্রাস করে নিচ্ছে, সেখানে অ্যাপ টি তো তুচ্ছ.
আমি সন্দীপন সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।