অনলাইনে টিভি দেখার স্থায়ী সমাধান, ১০০০+ চ্যানেল দেখুন ফ্রিতে মোবাইল অথবা কম্পিউটারে ২ টি অসাধারন অ্যাপ

আশাকরি টেক ভুবনের সবাই ভাল আছেন। অনেকদিন কিছু লিখা হয় না তাই আজ একটা গুরুত্বপূর্ণ  টিউন নিয়ে হাজির হলাম।

আসছে বিশ্বকাপ ফুটবল, অনেকে বাড়ির ছাদে ও আঙিনায় পতাকা লাগাতে ব্যাস্ত। অনেকে আবার টিভি কেনার কাজে ব্যাস্ত, কেউবা আবার পছন্দের দলের জার্সি কিনতে ব্যাস্ত। ও হ্যাঁ পছন্দের দলের জার্সিতে নিজের নাম! সেটা আবার অন্যরকম অনুভূতি তাই নামও লিখান অনেকে। আর সোশ্যাল মিডিয়ার কথা আর নাই বা বললাম সেখানে তো বিশ্বকাপ ফুটবল নিয়ে রীতিমত বাংলা ছায়াছবি, নাটক, শর্ট -ফিল্ম, জোক্স, মিমি সবি দেখা যাচ্ছে। (তবে হ্যাঁ বাড়াবাড়ি কিন্তু একদম ভাল না  🙂 তাই সেদিকে খেয়াল রাখা উচিৎ)।

যাইহোক, মূল কথায় আসি। এই মন মাতানো বিশ্বকাপ উপভোগ করার একমাত্র মাধ্যম হল টেলিভিশন। তবে হ্যাঁ লোডশেডিং বা  টেলিভিশনের অসম্ভাব্য সমস্যা যেন আপনার বিশ্বকাপ খেলা দেখার ব্যাঘাত না ঘটায় সে জন্য এই টিউন আপনাকে সহযোগিতা করবে।

শুধু বিশ্বকাপ কেন বিশ্বের যে কোন দেশের ১০০০+টেলিভিশন চ্যানেল দেখুন কোন রকম ঝামেলা ছাড়াই। বিশেষ করে যারা পিসিতে টেলিভিশন দেখতে সমস্যা ফিল করছেন তাদের জন্য আমার টিউনটা বেশি কাজে দেবে। এই অ্যাপ গুলো দিয়ে টিভি দেখলে আপনার কোন টিভি বক্স লাগবে না। আর টিভি বক্স দিয়ে শুধুমাত্র ৮০-১০০ টি চ্যানেল দেখতে পারবেন, তাও আবার বিল পে করে! যেখানে এই অ্যাপগুলি দিয়ে আপনি ১০০০+ চ্যানেল দেখতে পারবেন শুধু ইন্টারনেট কানেকশন দিয়ে।

আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব এমন দুটি অ্যাপ এর সাথে যেগুলুতে আপনি বিশ্বের যে কোন প্রান্তের যে কোন টেলিভিশন চ্যানেল দেখত্ব পারবেন অনায়াসে এবং সম্পূর্ণ ফ্রিতে।

বিঃ দ্রঃ লাইভ চ্যানেলগুলো দেখতে ও অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আপনার ইন্টারনেট ডাটা জরুরি। অ্যাপ ইন্সটল দেবার আগে দেখে নিন কি কি পারমিশন দিচ্ছেন।

মোবাইল ফোন এর ক্ষেত্রে

আপনার যে কোন এন্ড্রয়েড ফোন থাকলেই উপভোগ করতে পারবেন সবগুলো চ্যানেল। মোবাইল ফোনের ক্ষেত্রে ঝামেলার কিছু নেই - অ্যাপ ইন্সটল করুন> ওপেন করুন > কোন দেশের চ্যানেল দেখবেন সিলেক্ট করুন > উপভোগ করুন।

অ্যাপস গুলি হচ্ছে -

  1. LIVENET TV

  2. SWIFTSTREAMZ

NETLIVE TV : এই অ্যাপটি মোবাইল ফোনে খুব ভাল কাজ করে। সবগুলো চ্যানেল গুলিও এইচডি।

ডাউনলোড করুন

SWIFTSTREAMZ : এর বেশিরভাগ চ্যানেলগুলি এইচডি নয়, যদিও মোবাইলে ছোট স্ক্রিনের জন্য আপনারা অনায়াসে এইচডি দেখতে পারবেন।

ডাউনলোড করুন

কম্পিউটারের ক্ষেত্রে

আপনাকে প্রথমে BlueSteacks এন্ড্রয়েড  প্লেয়ার ইন্সটল করতে হবে। ডাউনলোড করুন

তারপর  SWIFTSTREAMZ অ্যাপটি ডাউনলোড করুন।

তারপর BlueSteacks  ওপেন করে - Install App >ডাউনলোড করা অ্যাপটি সিলেক্ট করুন> ইন্সটল হবার পর ওপেন করুন>যে দেশের চ্যানেল দেখবেন সিলেক্ট করুন> উপভোগ করুন।

আজ এই পর্যন্তই

কোন সমস্যা হলে টিউমেন্ট করুন অথবা, ফেসবুকে নক করুন

Level 0

আমি পাপ্পু ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস