আমরা অনেকেই দেখি ভিজিটিং কার্ড, কোন প্রডাক্টের প্যাকেটের গায়ে ঘর ঘর করা একটা বক্স এর মত জিনিস থাকে নিচের মত।
আমরা অনেকেই জানি না এই কি কাজ বা কি থোকে এই বক্সে। অনেক সময় কোন ভিজিটিং কার্ডে নিচের ছবির মত বক্স থাকে।
এই বক্সে সাধারনত ওয়েবসাইটের লিংক, কোন প্রমোশন অফার, ছবি ইত্যাদি থাকে। কিন্তু দেখবেন কিভাবে এই বক্সের নিচে কি আছে। আপনি একটা অ্যান্ড্রয়েড এপ এর সাহায্যে দেখতে পারবেন এই বক্সের নিচে কি আছে। আর সবার ফোনেই এই এপটি ইন্সষ্টল থাকা জরুরি। তাই সবার সাথে এই এপটি শেয়ার করলাম। নিচে ডাউনলোড লিংক দেওয়া আছে। এখান থেকে ডাউনলোড করে আপনার ফোনে রাখতে পারেন।
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।