Vlog বা ভিডিও ব্লগ প্রেমিকদের জন্য একটি সেরা এপ

আসসালামু আলাইকুম।

আমি মোঃ আবু বকর সিদ্দিক। অনেকদিন পর টেকটিউনস এ আবার একটি টিউন করছি।

কিছুদিন যাবত খেয়াল করছি বাংলাদেশে একটি শব্দ অনেক প্রচলিত হচ্ছে শব্দটি হলো Vlog বা ভিডিও ব্লগ।

Vlog কি?

একটি ভিডিও ব্লগ বা ভিডিও লগ, সাধারণত vlog এর সংক্ষিপ্ত রূপ।

তো শুরু করা যাকঃ-

বাংলাদেশে অনেক ভ্লগার আছে এবং তারা প্রতিদিন ভ্লগের সাহায্যে বিনোদন প্রদান করার চেষ্টা করে।

দৈনিক বাংলাদেশে অনেক ভ্লগ ভিডিও বানাচ্ছে এবং অনেকে ভ্লগার হচ্ছে।

এক সার্ভে জানা গেছে যে, বাংলাদেশে নাটকের পর সবচেয়ে বেশি ইউটিউব ভিডিও রিচ হয় ভ্লগ নিয়ে।

এই ভ্লগ ভিডিওতে নাটকের মতই বিনোদন পাওয়া যায়।

আর এটাও জানা গেছে যে বেশিরভাগ ভ্লগারদের  বয়স ১৮-২০বছর।

এবং এদের এই সকল ভিডিওতে ভিউ রয়েছে লাখ লাখ।

আবার এটাও জানা গেছে বাংলাদেশে অনেক বিদেশিরা ঘুরতে আসে ভ্লগ দেখে কারণ ভ্লগে সম্পূর্ণ রূপে বাংলাদেশের রাস্তা, সাগর, নদি ও ইত্যাদি সৌন্দয্য দেখিয়ে থাকে।

আমার নিজেরো ভ্লগ দেখতে খুব ভালো লাগে ভ্লগ দেখলে মনটাও অনেক ভালো লাগে।

বাংলাদেশে যেমন ভ্লগ ভিডিও এসেছে প্রচুর তেমনি একটি এপও আছে যেখানে আপনি সকল ধরনের ভ্লগ ভিডিও পাবেন।

এপটি'র নামঃ Vlogly

এপটিতে আপনি পেয়ে যাবেন সকল ভ্লগারদের জনপ্রিয় ও লেটাস্ট ভ্লগ।

এপটিতে অনেক মজার মজার ফিচার রয়েছে।

এপটি ডাউনলোড করে নিজে দেখে নিন।

ডাউনলোড লিংক http://www.chittagong.blog/Vlogly.apk

এপটি কেমন লাগলো টিউমেন্ট করে জানাবেন।

এবং প্লিজ প্লিজ এই টিউনি শেয়ার করে আমাকে আগামি টিউন লেখতে উৎসাহিত করবেন যেনো আপনাদের জন্য এমনি নতুন কিছু আনতে পারি।

ধন্যবাদ

Level 0

আমি মোঃ আবু বকর সিদ্দিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস