bKash App এর ভাল মন্দ সব দিকসহ ফুল রিভিউ ও ডাউনলোড লিংক

বিকাশ অ্যাপ থেকে যেসব সুবিধা পাওয়া যাবে

  • টাকা পাঠানো [কন্টাক লিস্ট থেকে নম্বর সিলেক্ট করার ব্যবস্থা আছে]
  • ব্যালেন্স চেক [অ্যাপের একদম উপরেই রয়েছে এই ফিচার]
  • টাকা রিচার্জ করা [নিজের নাম্বার অটো সিলেক্ট করার অপশন আছে]
  • ক্যাশ আউট [QR Coder এর মাধ্যমে এজেন্ট নাম্বার স্ক্যান করে ক্যাশ আউট করতে পারবেন। ফলে এজেন্ট নাম্বার টাইপ করার ঝামেলা শেষ]
বিকাশ অ্যাপের  A to Z ভিডিও রিভিউ দেখতে ক্লিক করুন
  • কেনাকাটার পেইমেন্ট [এখানেও QR কোড স্ক্যান করে মার্চেন্টের নাম্বার টাইপ না করেই পেমেন্ট করার ব্যবস্থা আছে]
  • রিকুয়েস্ট মানি [নিজের বিকাশ ব্যালেন্স শেষ হয়ে গেলে অন্য বিকাশ অ্যাপ অ্যাকাউন্টধারীদের কাছে পরিমাণ উল্লেখ করে টাকা চেয়ে রিকুয়েস্ট পাঠাতে পারবেন]
  • রেফার ফ্রেন্ড [বন্ধুদের বিকাশ অ্যাপ ব্যবহার করার জন্য অনুরোধ পাঠানোর ব্যবস্থা আছে]
  • অ্যাপের একদম উপরের ডান পাশে থাকছে সেটিংস আইকোন ও বামপাশে থাকছে নটিফিকেশন আইকোন
  • আরো বিস্তারিত এই লিঙ্কে

বিকাশ অ্যাপে যেসব ভুল রয়েছে

  • প্রোফাইল পিকচার গ্যালারি থেকে সিলেক্ট করার অপশন ও ক্যামেরা দিয়ে ক্যাপচার করে অ্যাড করার অপশন থাকলেও পরেরটি কাজ করে না 🙁
  • অ্যাপ ওপেন করার সময় পিন চাইবে [এটা ঠিক আছে] কিন্তু কোন স্টেপ সম্পন্ন করার সময় আবার পিন চাচ্ছে যেমন রিকুয়েন্ট মানি চাওয়ার ক্ষেত্রে :(বারবার পিন টাইপ করাটা আমার কাছে বিরক্তিকর
  • ইন্টারনেট কানেকশন ছাড়া কোন কাজ করে না 😛 [ইন্টারনেট ছাড়া কাজ করার কথাও না যদিও :)]

bKash App Download

এখনও প্লেস্টোরে সার্চ দিয়ে সরাসরি bKash App খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে বিকাশ অ্যাপ কর্তৃপক্ষ রেফারেলের মাধ্যমে সাইনআপ করে App download ও Install এর সুবিধা দিচ্ছে। তো বিকাশ অ্যাপ ডাউনলোড করার জন্য সাইনআপ করতে এই লিংকে ক্লিক করুন।

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

hello brother, ami bkash app use korte parcina, open korar somoy eta bolce j apnar devise ti ei app somorthon korcena. amar oppo a1603 phone ti root kora. akhon kivabe ami ei bkash app use korte parbo. pls janaben.