Android পারফরম্যান্স ভালোনা? তাহলে দেখেনিন আপনার অ্যান্ড্রয়েড এর Performance উন্নত করার টিপস

বন্ধুরা সবাই ভাল আছেন তো?

আশা করি ভাল আছেন, কিন্তু আমি ভাল নাই কারন আপনাদের মাঝে ঠিক মত সময় দিতে পারতেছিনা।
আর আমি সব সময় আপনাদের ভাল টিউন দেয়ার চেষ্টা করি তাই আপনাদের সমস্যা গুলো খুঁজে বের করার চেষ্টা করি।
তেমনি আজ একটা সমস্যা আমার সামনে এসে পরলো আর সেটা হল Android ফোনের Performance ভাল না হলে যে কাজগুল আপনাকে করতে হবে তা নিয়ে আজকের টিউন।

Android পারফরম্যান্স ভালোনা? তাহলে দেখেনিন আপনার অ্যান্ড্রয়েড এর Performance উন্নত করার 10 টি টিপস

আপনার একটা Laptop বা Desktop থাকলে সেইটার যেভাবে যত্ন নিবেন,
Smart Phone কিন্তু আপনার Laptop বা Desktop এর মত বানিয়েছেন Developer
সেজন্য আপনার Mobile এও কিন্তু Ram, Rom, Processor আছে। আর এগুলো যেহেতু
একটা মেশিন সেহেতু আপনাকে বুঝেনিতে হবে যে এইটার মধ্যে Developer যেভাবে সেট করে দিয়েছে সেইভাবেই কাজ করবে।
আপনি যেমন প্রয়োজনের বেশি খাবার খেলে আপনার পেট খারাপ করবে তেমনি Phone এর উপরে বেশি চাপ
পরলে সে কিন্তু সহ্য করতে না পেরে এই লেখাটি দেখাবে

Unfortunately App has Stopped

এই সমস্যার সমাধান আছে আমাদের কাছে সেজন্য আপনাকে নিচের দেয়া লিংকে গিয়ে সমাধান করে নিতে হবে।

যেভাবে Fix করবেন “Unfortunately App has Stopped” দেখেনিন With Screenshot

পরবর্তী অংশঃ

ধরুন আপনি আপনার ফোনে অনেক পরিমানে ফটো রেখেছেন আর সেগুল যতবার দেখবেন ততবার কিন্তু
প্রত্যেকটা ফোটোর জন্য একটা করে Thumbnail আপনার ফোনে অটো জমা হতে থাকবে।
ফলে আপনার Rom কিন্তু একটু হলেও কমেযাবে সেজন্য আপনাকে মাঝে মাঝে Thumbnail গুলো ক্লিন করতে হবে।
কিভাবে ক্লিয়ার করবেন সেই সম্পর্কিত আমাদের আর একটা টিউন আছে সেগুলো দেখেনিতে পারেন।

Android ফোনের পারফরমেন্স বাড়ান, ফোনকে করুন সুপার ফাস্ট।

এতক্ষণ অনেক আজাইরা কথা বললাম এইবার চলুন কাজের কথায়। আপনার ফোনকে সবসময় Up to date রাখুন।

কারন অনেক সময় দেখাযায় ফোনের সমস্যার কারনে কোম্পানি আপডেট ভার্সন বের করে সেইখানে সব সমস্যার সমাধান করে দেয়া থাকে সেজন্য আপনাকে আপনার Phone Up to date রাখতে হবে।

এবার চলুন পরবর্তী অংশেঃ

আপনার ফোনের জন্য একটা ভাল ফাইল ম্যানেজার ব্যবহার করুন এতেকরে ফোনের ফাইল ম্যানেজারের উপর চাপ কমে আসবে। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ES File Explorer File Manager 

ব্যবহার করুন কারন এইটা দিয়ে আপনি আপনার মেমোরিকে ভাল রাখতে পারবেন আমি বলবনা কিভাবে ব্যবহার করবেন কারন কারন এইটা Install করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি করতে হবে আপনাকে।

এবার চলুন পরবর্তী অংশেঃ

আপনার ফোনে অনেক Apps Install থাকার কারনে কিছু কিছু Apps Background ওপেন হয়ে থাকে যার কারনে আপনার ফোনে চার্জের সমস্যা হয়ে থাকে এজন্য আপনাকে অবশ্যই নিচের দেয়া লিংকে গিয়ে টিউন দেখে নিতে হবে এবং সেভাবেই কাজ করতে হবে।

অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারির জন্য কিছু টিপস!

এইবার আপনার ফোনের প্রয়জনিও Apps গুলোকে Default করে নিন। যেমন ধরেন কোন Apps দিয়ে ভিডিও দেখবেন কোন Apps দিয়ে অডিও শুনবেন এবং কোন ব্রউজার দিয়ে ইন্টারনেট ব্রাউজ করবেন। এইটা কিন্তু খুবি প্রয়োজনীয় একটা বিষয়। 

এইবার একটা কথা বলে নেই সেইটা হল Take Security Seriously 

এইবেপারে আমাদের আর একটি টিউনে অনেক কথা বলা হয়েছে সেইখান থেকে দেখেনেবেন। নিচের লিংকে দেখুন

অতি প্রয়োজনিয় কিছু Apps যা না থাকলেই নয়, নিয়ে নিন Android Apps এর Download link

ধন্যবাদ আজ এই পর্যন্ত। পরবর্তী টিউনের জন্য আমাদের সাথেই থাকুন।

Level 2

আমি মোঃ রেজাউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস