ধরুন আপনার মোবাইলটি পকেটে রয়েছে বা আপনার কাছের টেবিলটায় রয়েছে আর আপনি কোনো একটা কাজে ব্যাস্ত রয়েছেন। এখন ধরুন একটি মোবাইলটিতে একটি Notification এলো, আপনার দেখার ইচ্ছে থাকলেও ব্যাস্ততার কারনে দেখতে পারলেন না।
তো বন্ধুরা কেমন হয় যদি সেই Notificationটা কেও বলে দেয়, যে কে আপনাকে SMS করেছে এবং SMS টা কোথা থেকে এসেছে (fb, WhatsApp, emo etc).
তাহলে কিন্তু কাজের সাথে সাথে আপনি SMS টা জানতে পারবেন আর তার সাথে দরকারি SMS টা দেখে নিতে পারবেন শুধু একটি ছোটো অ্যাপ্সের মাধ্যমে।
আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন
আশা করছি উপকারে আসবে।
আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা ☺ ভালো থাকবেন, সুস্ত থাকবেন।
আমি রিভ রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
I am a ITI student, from India. But I mostly like Technical knowledge. And I want to share this knowledge with my all friends. Thank you.