সবাইখে ছালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি কাজের Android অ্যাপস নাম হলো Internet Speed Metre Pro
ইন্টারনেট স্পিড মিটার একটি টুল যা আপনার ইন্টারনেট গতি এবং ব্যবহারের ট্র্যাক রাখে। এটি স্ট্যাটাস বারে আপনার বর্তমান গতি প্রদর্শন করে এবং আপনি বিজ্ঞপ্তিকরণ প্যানে কত তথ্য ব্যবহার করেছেন। এটি আপনার ডিভাইস ব্যবহার করার সময় যেকোনো সময় ইন্টারনেট সংযোগ নিরীক্ষণ করতে সহায়তা করে।
এই নতুন স্পীড মিটার নতুন কিছু ফিচার নিয়ে বানানো। যেমন এতে এখন এক নতুন ফিচার যুক্ত আছে যাতে আপনি এটার দ্বারাই বুঝতে পারবেন কোন অ্যাপ কত মেগাবাইট খরচ করা হয়েছে। সাথে আরও অনেক নতুন ফিচার আছে যা বলে শেষ করা যাবে না। আর হ্যা এটা এমনিতেই প্রো অ্যাপ বলে প্লে স্টরে পাবেন না, আবার প্লে স্টরে যে প্রো ভার্সন কিনতে পাওয়া যায় তা এই ভার্সন থেকে আলাদা।
প্রো র্ভাসনের বৈশিষ্ট্য
স্মার্ট বিজ্ঞপ্তিগুলি
আপনি যখন ইন্টারনেটের সাথে সংযুক্ত হোন তখন বিজ্ঞপ্তিটি কেবল প্রদর্শিত হয়। আপনি বিজ্ঞপ্তি অগ্রাধিকার পরিবর্তন করতে পারেন নির্ধারিত সময়কালের জন্য সংযোগ নিষ্ক্রিয় থাকলে আপনি বিজ্ঞপ্তিটি লুকিয়ে রাখতে পারেন।
থিম সমর্থন
আপনি নিজে ব্যবহারকারী ইন্টারফেসের রং নির্বাচন করতে পারেন।
ব্লু স্ট্যাটাস বার আইকন
নীল বা সাদা স্ট্যাটাস বার আইকনের মধ্যে নির্বাচন করার অপশন
আপলোড এবং ডাউনলোড গতি
পৃথক বিজ্ঞপ্তিগুলিতে আপলোড এবং ডাউনলোড গতি দেখানোর বিকল্প।
এতে আরও অনেক শুবিধা আছে, যেমন আপনি চাইলে মাসিক আপনার কত মেগেবাইট ইউস করার প্লান আছে তা সেট করতে পারবেন। ফলে অতিরিক্ত নেই ইউস হবে না।
আবার নেট ইউস করছেন না অথচ স্পীড মিটার চললে বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ড এ নেট যাচ্ছে, ফলে অনাকাংখিত নেট ইউস এড়াবে এটা।
ফুল ভার্সনের সুবিধা হল, যখন নেট চলবে তখন নিজে অন হবে, নেট অফ থাকলে এটা নিজে অফ হবে।
Download Link
যদি সময় থাকে তাহলে আমার Blog থেকে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ
আমি লুৎফর রহমান। Assistant Teacher, Primary Teacher, Dinajpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।