Google Camera দিয়ে DSLR এর মত ছবি তুলুন

Google Camera APK
Google Camera দিয়ে DSLR এর মত ছবি তুলুন!
গুগল ক্যামেরা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন বর্তমান ক্যামেরার মধ্যে অন্যতম জনপ্রিয় Camera হচ্ছে গুগল ক্যামেরা, Google Camera জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হচ্ছে ক্যামেরার মধ্যে Lens blur একটা ফিচার ব্যবহার করা হয়েছে  যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই পিছনের Background Blue করে ছবি তুলতে পারবেন অর্থাৎ DSLR এর মত।

Google Camera গুগলের নিজস্ব মোবাইল এর জন্য উন্মুক্ত করেছে এটি যেহেতু গুগলের নিজস্ব মোবাইলের জন্য উন্মুক্ত করেছে তাই আপনি আপনার মোবাইল দিয়ে এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না অনেকেই বলে Google Camera প্লে স্টোরিতে নেই কথাটি একদম সঠিক নয়, সঠিক কথা হল Google Camera প্লে স্টোরিতে আছে কিন্তু এটা সবাই পাবেনা শুধু মাত্র গুগল যাদের মোবাইলে Google Camera ব্যবহার করার অনুমতি দেওয়া শুধু তারাই এটা Play Story তে পাবেন।

তবে আপনি  কারো মাধ্যমে Google Camera সংগ্রহ করতে পারলে আপনি নিজের মোবাইলে ব্যবহার করতে পারবেন, আমি ডাউনলোড করার জন্য একটি লিংক দিয়ে দিবো অথবা আপনারা সরাসরি Google Serach করলেও পেয়ে যাবেন। খুব সম্ভবত Google Camera টি Android Lolipop ভার্সন থেকে পরবর্তী ডিভাইস গুলো সাপোর্ট করে, আপনি চাইলে পরিক্ষা করে দেখতে পারেন আমি সিউর না।

যেভাবে Google Camera ডাউনলোড এবং ব্যবহার করবেন

স্টেপ ১ ঃ প্রথমে Play Story লিংক থেকে দেখতে আসতে পারেন এখান থেকে, খুব সম্ভবত ডাউনলোড করতে পারবেন না নিচের ছবির মত আসবে। টিউনের শেষে APK File দিয়ে দিবো শুধু ইন্সটল করলেই হবে।
Google camera play story link

স্টেপ ২ ঃ ইন্সটল শেষে Google Camera ওপেন করুন, এরপর> বাম পাশ থেকে একটু টাচ করলে কিছু অপশন পাবেন সেখান থেকে Lens blur এ ক্লিক করে ছবি তুলুন, ছবি ফোকাছ ঠিক মত করুন এবং ছবি ক্লিক করার পর মোবাইলটা সামান্য একটু উপড়ে তুলুন। প্রথমে কয়েকবার নিজে নিজে চেস্টা করুন দেখবেন কাজটি সহজেই পারবেন।
Google camera lens blur
Google Camera APK V.4.3 (26 MB)
Download Now

Google Camera APK V.5.1 (35 MB)
Download Now

Level 0

আমি ফয়সাল ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস