কিভাবে আপনি আপনার মোবাইলকে CCTV Camera হিসাবে ব্যবহার করবেন? Use mobile as a CCTV Camera

আজকের এই ভিডিওতে আজ আমি দেখাব কিভাবে আপনি আপনার মোবাইলকে as a cctv camera হিসাবে ব্যবহার করবেন? How to use your mobile as a cctv camera? এটা খুবই সহজ একটি কাজ। হ্যাঁ আপনি ঘরে বসেই এটা করতে পারবেন?

আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কেন আপনি আপনার মোবাইলে কে cctv বানাবেন? ধরে নিন আপনি কোন কাজে গেছেন, বা অফিসে গেছেন। তখন আপনার মনে আপনার ঘরের কথা মনে পড়ে। তো বাড়িতে কি হচ্ছে সেটা আপনি জানতে পারেন না। মনে নানা দুশ্চিন্তা কাজ করে যার ফলে আপনার কাজ ঠিক ঠাক ভাবে হয় না। হয়ত আপনার বাড়িতে ছোট ছোট বাচ্ছা আছে, কিংবা আপনার wife বাড়িতে একা আছেন, তারা কি করছে আপনি বুঝতে পারছেন না। তারা কি safe আছে? এই সব চিন্তা আপনার মনে কাজ করে।

এই রকম নানা কাজে আপনি আপনার মোবাইলকে কাজে লাগাতে পারেন। এর জন্য আপনাকে খুব কষ্ট করার দরকার নেই। যদি আপনার কাছে এক্সট্রা কোন মোবাইল পড়ে থাকে যেটা আপনার কাজে লাগে না সেটা দিয়ে আপনি এক কাজটি করতে পারেন। তবে অবশ্যই তাতে ক্যমেরা থাকতে হবে।

তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক – কিভাবে আপনার মোবাইলকে as a cctv camera হিসাবে ব্যবহার করবেন। How to use your mobile as a cctv camera?

Level 1

আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস