আস্সালামু আলাইকুম,
তো সুরতে বলি সবাই কেমন আছেন, আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোওয়াতে আমি ও অনেক ভালো আছি।
অ্যাপসটি ডানওনলোড করুন এখানে ক্লিক করে।
টাইটেল দেখে অবাক হলেন!
এই অ্যাপসটিতে মুলত ৩টি কাজ করা যায়।
প্রথমত চোখ বাচাবে
২য়ত আপনার মোবাইল এর ইস্কিন চালু থাববে তাও কেউ কোথাও যেতে পারবে না এবং
৩য়ত আপনার মোবাইল এর ডিস্পিলে কালো হয়ে থাকবে সবাই ভাববে আপনার ফোন হ্যাং করেছে আসলে সবই অ্যাপস এর খেলা
তো চলুন শুরু করা যাক
প্রথম যে টা ফটো দেখতে পাচ্ছেন এইটি করলে আপনার ফোন সর্ম্পূন্ন অন্ধকার হয়ে জাবে কেউ কোন কাজ করতে পারবে না।
ূ
দেখুন নিচের ছবির মত অর্ধেক আসবে পুরো করে দিন ব্যাস কাজ শেষ।
৩য় ফটোতে যা দেখছেন
এই টা আপনার ফোনের ডান পাশে একটি দাগ আসবে ওই দাগটি ফুল করে দিলে আপনার ফোনের আলো সব চলে যাবে
শেষ ছবিতে ক্লিক করলে আপনার ফোনে একটি হলুদ আবরন আসবে সেটি আপনার চোখ ভালো রাখতে সাহার্য্য করবে। যেমন
রাতে আপনি ফোন চাপলে সমস্যা কম হবে।
আজ বেশি কথা বললাম না আশা করি বুঝতে পেরেছেন।
তার পরও যাদের বুঝতে কষ্ট হয়েছে ছোট্ট একটি ভিডিও রয়েছে দেখে নিন আশা করি পেরে যাবেন।
আরো ভালো ভালো এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এখানে ক্লিক করুন।
আমি মনিরুদ আশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।