[Update 2018] ৫ টি এপপ যা একজন স্টুডেন্ট এর কাছে থাকা উচিত

আসসালামুয়ালাইকুম,

আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে এই টিউন টি আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি আপনি হন একজন স্টুডেন্ট।

আমি ৫  টি এপ্পস এর রিভিউ দিলাম যা একজন ছাত্র-ছাত্রির ফোনে থাকা উচিত।

1] Google Translate

এই টি শুধু স্টুডেন্টের না সবার ফোনে থাকা উচিত। কারন গুগ্লোল ট্রান্সলেট দিয়ে আপনি যেকোনো ভাষা কে লিখে এবং কোনো জায়গায় থেকে যেকোনো ভাষায় লেখাকে বাংলা বা যেকোনো ভাষায় দেখতে পারবেন।

2] ResultBD

এই এপপ টি হচ্ছে সকল বোর্ডের এর  রেজাল্ট দেখার এক দ্রুত তম উপায়। এই এপপ দিয়ে আপনি তাড়াতাড়ি মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারেন। এপপ সাইজ মাত্র ৪ এম্বি।

ডাওনলোড করে রাখা ভালো।

3] FlashIT

এটি হচ্ছে একটি ফ্লাশ লাইট এপ্প। এই এপপ ব্বযভার করলে আপনি আপনার মোবাইল ফ্লাশ এর আলো ভাড়া তে পারবেন এবং কমাতে পারবেন। একটি অসাধারন এপপ। আমি এটি  ব্যবহার করি।

4] Last Pass

এই এপপ টি হচ্ছে আপনি যখন কোনো সাইট এ লগিন করবেন এই এপপ টি আপনার পাসওয়ার্ড সেভ করে রাখবে।

এবার এই এপ্পপ টি ইন্সটাল করে আপনার পাসওয়ার্ড ভুলে জান। এই এপ্প আপনাকে মনে করিয়ে দিবে।

5] Photo Math

এই এপ্প টি হচ্ছে আপনি আপনা ফোনের ক্যামেরা দিয়ে কোনো অংকের ছবি তুলে তা সমাধান করতে পারবেন।

ধন্যবাদ আজকের মত এই পরজন্তই। সবাই ভালো থাকবেন।

সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ

Level 1

আমি এলোমেলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস